Logo

জামায়াত-বিএনপির কর্মসূচিকে আ.লীগের মিছিল বলে ভুয়া প্রচারণা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ নভেম্বর, ২০২৫, ১৯:২৭
18Shares
জামায়াত-বিএনপির কর্মসূচিকে আ.লীগের মিছিল বলে ভুয়া প্রচারণা
ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানের পর থেকে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হলেও অনলাইনে দলটির নামে বিভিন্ন ভুয়া প্রচারণা অব্যাহত রয়েছে। পুরোনো ভিডিও নতুন দাবিতে ছড়ানো হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে, এমনকি অন্য রাজনৈতিক দলের কর্মসূচিকেও আওয়ামী লীগের নামে প্রচার করে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে।

বিজ্ঞাপন

সম্প্রতি দুটি ঘটনার মাধ্যমে এই ভুয়া প্রচারণার বিষয়টি আবারও সামনে এসেছে।

জামায়াতের মোটরসাইকেল শোভাযাত্রাকে আ.লীগের মিছিল বলে প্রচার

গত ৩১ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মোটরসাইকেল শোভাযাত্রার ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়— এটি নাকি অধ্যাপক মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল।

বিজ্ঞাপন

তবে ফ্যাক্টচেক প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার ভিডিওটির সত্যতা যাচাই করে জানিয়েছে, এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। ইনভিড টুলস এবং গুগল লেন্সের মাধ্যমে ভিডিওটি বিশ্লেষণ করে দেখা যায়— এটি আসলে ঢাকা-১১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আতিকুর রহমানের সমর্থনে অনুষ্ঠিত নির্বাচনী মোটরসাইকেল শোভাযাত্রা।

একুশে টেলিভিশনের ফেসবুক পেজে ওইদিনের সরাসরি সম্প্রচারিত ভিডিওতেও একই দৃশ্য পাওয়া গেছে। রাস্তাঘাট, পোশাক, যানবাহনের অবস্থানসহ সব কিছুই মিলে যায় ভাইরাল ভিডিওটির সঙ্গে।

বিএনপির তিস্তা রক্ষা কর্মসূচির ছবিকে আ.লীগের মশাল মিছিল হিসেবে প্রচার

বিজ্ঞাপন

এছাড়া ৭ নভেম্বর থেকে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতেও বিভ্রান্তি ছড়ানো হয়েছে। ভিডিওতে দেখা যায়— অসংখ্য মানুষ মশাল হাতে রাতের অন্ধকারে সমবেত হয়েছেন। এর ক্যাপশনে লেখা ছিল, “আরেকটি যুদ্ধ হবে, স্বাধীন হবে মাতৃভূমি বাংলাদেশ... জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয়তু শেখ হাসিনা।”

অনেকে এটি আওয়ামী লীগের নতুন কর্মসূচির অংশ বলে দাবি করলেও রিউমার স্ক্যানারের অনুসন্ধানে প্রমাণ মেলে— এটি আসলে গত অক্টোবর মাসে তিস্তা নদী রক্ষা আন্দোলনের অংশ হিসেবে অনুষ্ঠিত বিএনপি–সমর্থিত কর্মসূচির দৃশ্য।

১৬ অক্টোবর দ্য ডেইলি স্টার বাংলা-তে প্রকাশিত ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ শিরোনামের প্রতিবেদনে যে ছবিগুলো ব্যবহৃত হয়েছিল, সেগুলোর সঙ্গে ভাইরাল ভিডিওর ফ্রেমের স্পষ্ট মিল পাওয়া যায়। ওইদিন সন্ধ্যা ছয়টায় উত্তরাঞ্চলের পাঁচ জেলা—লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর ও গাইবান্ধায় তিস্তাপাড়ের কয়েক হাজার মানুষ মশাল প্রজ্বলন করে নদী রক্ষার দাবি জানান।

বিজ্ঞাপন

অংশগ্রহণকারীরা স্লোগান দেন— “জাগো বাহে, তিস্তা বাঁচাই”— যা সম্পূর্ণ পরিবেশ ও সামাজিক আন্দোলনের অংশ, রাজনৈতিক মিছিল নয়।

ফ্যাক্টচেক সংস্থাগুলোর মতে, রাজনৈতিক উদ্দেশ্যে পুরোনো বা ভিন্ন ঘটনার ভিডিও নতুন প্রেক্ষাপটে ব্যবহার করে ভুল তথ্য ছড়ানো এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এমন প্রচারণা কেবল সাধারণ মানুষকে বিভ্রান্তই করছে না, বরং সামাজিক অস্থিরতাও সৃষ্টি করতে পারে।

বিজ্ঞাপন

তারা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ভিডিও বা ছবি শেয়ার করার আগে তার উৎস যাচাই করার আহ্বান জানিয়েছেন, যাতে ভুয়া তথ্যের এই প্রবণতা রোধ করা যায়।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD