Logo

সংকট রয়েই গেল, কর্মসূচি চলবে: জামায়াত

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ নভেম্বর, ২০২৫, ১৬:২০
22Shares
সংকট রয়েই গেল, কর্মসূচি চলবে: জামায়াত
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের ঘোষণার পর বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছে, জনগণের প্রত্যাশা পূরণ হয়নি।

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে মগবাজারে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের ঘোষণায় আমরা আশা করেছিলাম, সংকটমুক্ত ও স্বচ্ছ নির্বাচন হবে। কিন্তু সেখানে যে সংকটটি আমরা ভেবেছিলাম, তা এখনও রয়েই গেছে।

বিজ্ঞাপন

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং আদেশের ওপর নভেম্বর মাসেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা গণদাবি বাস্তবায়নের লক্ষ্যে চলমান ও ঘোষিত আট দলীয় কর্মসূচি অব্যাহত থাকবে।

সংবাদ সম্মেলনে জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা, ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাড. ড. হেলাল উদ্দিন এবং ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম।

বিজ্ঞাপন

জামায়াত নেতারা পুনরায় স্পষ্ট করেছেন, জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও জুলাই সনদ বাস্তবায়নের গণভোটকে কেন্দ্র করে চলমান রাজনৈতিক কর্মসূচি অব্যাহত থাকবে। তাদের কথায়, জনগণের স্বার্থ ও সংবিধান রক্ষার লক্ষ্যে দল নিরবচ্ছিন্নভাবে আন্দোলন চালিয়ে যাবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD