Logo

জরুরি বৈঠক ডেকেছে এনসিপি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ নভেম্বর, ২০২৫, ১৭:১৯
20Shares
জরুরি বৈঠক ডেকেছে এনসিপি
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জরুরি বৈঠক আহ্বান করেছে। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকাল ৫টায় দলের অস্থায়ী কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, জুলাই জাতীয় সনদে দল স্বাক্ষর করবে কি না—এ বিষয়ে বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া প্রধান উপদেষ্টার ভাষণের ওপর দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বৈঠকের পর জানানো হবে।

আজ দুপুর আড়াইটায় জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানতে চাইলে এনসিপি নেতারা বলেন, তারা এখনো ভাষণের বিভিন্ন দিক খতিয়ে দেখছেন। পর্যালোচনা শেষে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়া হবে।

বিজ্ঞাপন

জুলাই সনদে স্বাক্ষরের সময়সীমা জানতে চাইলে সারোয়ার তুষার বলেন, বিকাল ৫টার জরুরি বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হবে। বৈঠকের পর জুলাই সনদসহ সব বিষয়ে আমরা প্রতিক্রিয়া জানাব।

দলের পলিসি ও রিসার্চ লিড খালেদ সাইফুল্লাহ বলেন, আমাদের মূল্যায়ন প্রক্রিয়া চলছে। এরপর আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানানো হবে।

প্রধান উপদেষ্টা তার ভাষণে জুলাই জাতীয় সনদ ও সংস্কার প্রস্তাব বাস্তবায়নের রূপরেখা তুলে ধরেন। তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে হবে। সংসদ হবে দ্বিকক্ষবিশিষ্ট। নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্যের উচ্চকক্ষ গঠিত হবে। সংবিধান সংশোধনে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ অনুমোদন বাধ্যতামূলক হবে।

বিজ্ঞাপন

এদিকে, আজ সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD