Logo

জরুরি বৈঠকে বিএনপি, ভার্চুয়ালি যোগ দিয়েছেন তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ নভেম্বর, ২০২৫, ২০:৩০
জরুরি বৈঠকে বিএনপি, ভার্চুয়ালি যোগ দিয়েছেন তারেক রহমান
ছবি: সংগৃহীত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটি বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার পর গুলশান কার্যালয়ে জরুরি বৈঠকে বসেছে। দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের এই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিজ্ঞাপন

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বৈঠকের বিষয়ে বিস্তারিত এখনও জানানো হয়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জাতীয় নির্বাচন ও গণভোট সংক্রান্ত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্যই এই বৈঠক ডাকা হয়েছে।

এর আগে দুপুরে বিএনপির প্রধান উপদেষ্টা ড. ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে একই দিনে সংসদ নির্বাচন ও গণভোটের ঘোষণা দিয়েছেন। বিএনপি দীর্ঘদিন ধরেই একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের দাবি জানিয়ে আসছে।

বিজ্ঞাপন

রাজনীতিকরা বলছেন, এই জরুরি বৈঠকে দলের অবস্থান চূড়ান্ত করা, নির্বাচন ও গণভোট সংক্রান্ত কৌশল নির্ধারণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD