একই দিনে সংসদ নির্বাচন ও গণভোটের সিদ্ধান্ত ইতিবাচক: নুরুল হক নুর

একই দিনে সংসদ নির্বাচন ও জুলাই সনদ নিয়ে গণভোটের সিদ্ধান্ত ইতিবাচক বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
বিজ্ঞাপন
শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীতে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর
নুরুল হক নুর বলেন, ভাষণের আগে নির্বাচন নিয়ে যত সংশয় ছিল সব কেটে গেছে। প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই, কারণ সকল দলের কথা মাথায় রেখেই তিনি জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ভাষণ দিয়েছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, আলাদাভাবে নির্বাচন এবং গণভোট আয়োজনের পর্যাপ্ত সময় নেই। একই দিনে নির্বাচন ও গণভোটের সিদ্ধান্ত ইতিবাচক।
গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, সামগ্রিকভাবে সকল দলের আবেদনকে বিবেচনা করেই প্রধান উপদেষ্টা একটি ভারসাম্য আনার চেষ্টা করেছেন। এখন আর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে কোনো ধোঁয়াশা নেই।








