ধর্মের নামে রাজনীতির ব্যবসা করে নারীদের অন্দরে বন্দী রাখতে চায় একটি দল: সালাহউদ্দিন

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, যে রাজনৈতিক দল ধর্মের নামে রাজনীতির ব্যবসা করে জান্নাতের টিকেট বিক্রি করে ভোটের বৈতরণী পার হতে চায়, তাদের হাতে নারীরা নির্যাতিত হচ্ছে। তারা চায় নারীরা অন্দরমহলে বন্দী থাকুক, দেশের অর্ধেক জনগোষ্ঠী অন্ধকারে থাকুক।
বিজ্ঞাপন
শুক্রবার রাজধানীর শাহবাগে ‘নারীর ওপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মান: প্রতিরোধে প্রস্তুত সচেতন নারী সমাজ’ শীর্ষক মৌন মিছিলপূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন। নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে এ কর্মসূচি হয়।
সালাহউদ্দিন বলেন, নারী নির্যাতনের বিরুদ্ধে কার্যকর প্রতিবাদ গড়ে তুলতে পারিনি। আইন কঠিন হলেও ফাঁকফোকরে ধর্ষকরা বেরিয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনীর অপব্যবহারও হচ্ছে।
তিনি নারীদের কর্মঘণ্টা কমানোর প্রস্তাবের সমালোচনা করে বলেন, এতে কর্মসংস্থান কমবে। নারীরা যোগ্যতা ও দক্ষতা প্রমাণ করে সম্মানের সঙ্গে কাজ করবে। কর্মঘণ্টা কমালে অফিস-কারখানায় নারী নিয়োগ কমে যাবে।
বিজ্ঞাপন
উপস্থিত নারীদের প্রশ্ন করেন, আপনারা কি কর্মসংস্থান কমাতে চান? সবাই ‘না’ বলে চিৎকার করে ওঠেন। সালাহউদ্দিন বলেন, “যারা কর্মঘণ্টা কমাতে চায়, তাদের উদ্দেশ্য খারাপ।
তিনি আরও বলেন, দেশের অগ্রগতির জন্য পুরুষ-নারী সবাইকে এগিয়ে নিতে হবে। শিক্ষা, কর্মসংস্থান, বাসস্থল—সর্বত্র নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ৩১ দফার ভিত্তিতে নারীদের জন্য পরিকল্পনা করছি।
বিজ্ঞাপন
রাজশাহীর কাটাখালীতে ধানের শীষের প্রচারে দুই নারী নির্যাতন ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকার বিরুদ্ধে মামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, যারা ধর্মের নামে রাজনীতি করে, তারাই নারীদের ওপর অত্যাচার করছে।
সমাবেশ শেষে মুখে কালো কাপড় বেঁধে শাহবাগ থেকে মৌন মিছিল বের হয়, যা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
বিজ্ঞাপন
নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক সেলিমা রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর পরিচালনায় বক্তব্য দেন শিরীন সুলতানা, নিলোফার চৌধুরী মনি, সানজিদা ইসলাম তুলি ও রেহানা আক্তার শিরীন প্রমুখ।








