Logo

রাসুলকে যারা মানে না তারা মুসলিম নয়: সালাহউদ্দিন আহমেদ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ নভেম্বর, ২০২৫, ১৫:১৯
28Shares
রাসুলকে যারা মানে না তারা মুসলিম নয়: সালাহউদ্দিন আহমেদ
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, যারা আল্লাহর রাসুলকে মানে না, তারা মুসলিম হতে পারে না। এই বিষয়ে বিএনপি সম্পূর্ণ একমত।

বিজ্ঞাপন

শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে’ অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা বিশ্বের জন্য রহমত হিসেবে প্রেরণ করা হয়েছে। আমরা মুসলিমরা বিশ্বাস করি—লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ। তিনি আখেরি নবী; তার পরে কোনো নবী বা রাসুল আসবেন না। যারা এর পরে নিজেকে নবী দাবি করে, তারা এই বিশ্বাসের বাইরে।

বিজ্ঞাপন

তিনি আরও জানিয়েছেন, বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনার মূলনীতি ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ সংবিধানে পুনর্বহাল করা হবে। এ ক্ষেত্রে কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণাসহ খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদের দাবিদাওয়া নিয়ে সংসদে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

মহাসমেলনে বক্তারা কাদিয়ানিদের অবিলম্বে অমুসলিম ঘোষণার দাবি তুলেছেন। বাংলাদেশসহ পাঁচটি দেশের আলেম-ওলামা এতে অংশ নিয়েছেন। তারা প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রতি আহ্বান জানান, এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে।

মহাসমেলনটি সকাল ৯টায় শুরু হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসলিম জনতা এতে অংশগ্রহণ করেন। আয়োজকরা আশা প্রকাশ করেছেন, লাখো মানুষের উপস্থিতিতে খতমে নবুওয়ত সংরক্ষণ এবং কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবি আন্তর্জাতিক স্তরে গুরুত্ব পাবে।

বিজ্ঞাপন

সালাহউদ্দিন আহমেদ বলেন, আমরা আখেরি নবী হিসেবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর বিশ্বাস করেই কালেমা পড়েছি। বাংলাদেশে এই পরিচয়কে আমরা সম্মান করি। আল্লামা ইকবালের ভাষায়—যদি মিল্লাতের একাত্মতায় আমরা এক থাকি, কেউ আমাদের আলাদা করতে পারবে না।

মহাসমেলনে অংশ নেওয়া বক্তারা আরও জোর দিয়ে বলেন, খতমে নবুওয়তের পবিত্র আকিদা রক্ষার ক্ষেত্রে ধর্মপ্রাণ মুসলমানদের ঐক্য এবং সিদ্ধান্ত বাস্তবায়ন জরুরি।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD