Logo

ইসির সঙ্গে বৈঠকে যেসব দাবি জানাল বিএনপি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ নভেম্বর, ২০২৫, ১৬:৫৭
11Shares
ইসির সঙ্গে বৈঠকে যেসব দাবি জানাল বিএনপি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান | ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বিজ্ঞাপন

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ শেষে দলের অবস্থান তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

সংলাপ শেষে ড. মঈন খান জানান, জেলা প্রশাসকদের দায়িত্ব দিয়ে নির্বাচন পরিচালনা করলে নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হতে পারে। তাই নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দিতে হবে। জেলা প্রশাসক নয়, জেলা সেবক নামে পরিচিত এসব কর্মকর্তাদের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।

বিজ্ঞাপন

তিনি অভিযোগ করেন, প্রার্থীরা অঙ্গীকারনামা লঙ্ঘন করলে কী ধরনের শাস্তি হবে তা আচরণবিধিতে স্পষ্ট নয়। এজন্য নিয়ম-কানুন বাড়ানোর পরিবর্তে প্রার্থী ও ভোটারদের সঠিকভাবে উদ্বুদ্ধ করার পরামর্শ দেন বিএনপি নেতারা।

ধর্মকে রাজনৈতিক কাজে ব্যবহার না করার বিষয়ে নির্বাচন কমিশনকে আরও কঠোর অবস্থান নেওয়ার পরামর্শ দিয়েছে বিএনপি।

এ প্রসঙ্গে ড. মঈন খান বলেন, ধর্মীয় আবেগকে ব্যবহার করে নির্বাচনে প্রভাব বিস্তার করা অনৈতিক। কমিশনকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে।

বিজ্ঞাপন

সংলাপে বিএনপি নেতারা কমিশনের স্বাধীনতার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন। মঈন খান মন্তব্য করেন, কমিশন যদি সরকারের প্রতি নতজানু থাকে, সেক্ষেত্রে সুষ্ঠু নির্বাচন কখনোই সম্ভব নয়।

বিএনপি জানায়, দলটি সকল নিয়ম-কানুন মেনে নির্বাচন করতে প্রস্তুত এবং সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে অবস্থান নিয়ে কাজ করবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD