গণভোটের নীতিমালা দ্রুত চায় এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

গণভোট আয়োজনের প্রক্রিয়া, নীতিমালা ও প্রচারণার সময়সূচি দ্রুত প্রকাশের আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গণভোটের কাঠামো পরিষ্কার না হলে রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিতে পারবে না।
বিজ্ঞাপন
বুধবার (১৯ নভেম্বর) নির্বাচন কমিশনের সাথে সংলাপ শেষে তিনি সাংবাদিকদের সামনে এসব দাবি তুলে ধরেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গণভোট কীভাবে হবে, কোন প্রক্রিয়ায় বাস্তবায়িত হবে এবং আমরা কবে থেকে প্রচারণা শুরু করতে পারব—এসব বিষয়ে নির্বাচন কমিশনের স্পষ্ট নীতিমালা এখনই প্রয়োজন।
আরও পড়ুন: ইসির সঙ্গে বৈঠকে যেসব দাবি জানাল বিএনপি
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, তরুণ প্রজন্ম নির্বাচন ঘিরে আগ্রহী হচ্ছে। তাই পুরো প্রক্রিয়াটি যেন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় ভূমিকা জরুরি। বিশৃঙ্খলা তৈরি হলে তরুণদের গণতন্ত্রে আস্থা হারানোর সম্ভাবনার কথাও উল্লেখ করেন তিনি।
এনসিপি নেতা জানান, কমিশন রাজনৈতিক দলগুলোর প্রভাবমুক্ত থাকলে এনসিপি শতভাগ সহযোগিতা দেবে। পাশাপাশি অন্যান্য দলকেও সহায়তার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
নারীদের সাইবার হয়রানির আশঙ্কা তুলে ধরে তিনি বলেন, নির্বাচনের সময় তাদের নিরাপত্তা নিশ্চিতে একটি বিশেষ মনিটরিং সেল গঠন করতে হবে। এতে নারী ভোটারদের অংশগ্রহণ আরও বাড়বে বলে মত প্রকাশ করেন তিনি।
বিজ্ঞাপন
প্রবাসীদের জন্য ভোট প্রক্রিয়া আগেভাগে চালু করলে তাদের অংশগ্রহণ বাড়বে—এমন মন্তব্য করে তিনি বলেন, এতে সামগ্রিক ভোটার সংখ্যা ও নির্বাচনের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে।
প্রতীককে প্রার্থীর পরিচয়ের অন্যতম মাধ্যম উল্লেখ করে তিনি বলেন, স্পষ্ট প্রতীক ও স্বতন্ত্র পরিচয় ভোটারদের আস্থা বাড়াবে।
বিজ্ঞাপন
প্রতিটি রাজনৈতিক দলের জন্য একজন করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা থাকলে দলের উদ্বেগ বা দাবি সহজে ইসির কাছে পৌঁছাবে বলে মত দেন এনসিপি সমন্বয়ক।
নির্বাচনের দিন যাদের বয়স ১৮ হবে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দীর্ঘ সময় পর বাংলাদেশে এমন সুযোগ এসেছে যেখানে প্রার্থীরা নিজস্ব প্রতীকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।
সংলাপ শেষে তিনি নির্বাচন কমিশনকে সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন এবং সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।








