Logo

জন্মদিনে ফেসবুক পোস্টে যে বার্তা দিলেন তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ নভেম্বর, ২০২৫, ১১:৪৯
12Shares
জন্মদিনে ফেসবুক পোস্টে যে বার্তা দিলেন তারেক রহমান
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ বৃহস্পতিবার। ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্ম নেওয়া এই নেতার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্ট রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

বিজ্ঞাপন

তারেক রহমান জন্মদিনের বার্তায় দেশের নারীদের নিরাপত্তা, প্রযুক্তিনির্ভর সমাজ এবং ডিজিটাল যুগের ঝুঁকি–সবকিছু নিয়েই গভীর উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশ বিশ্বকে বদলে দিয়েছে; শিশুদের বেড়ে ওঠার পরিবেশও বদলে গেছে। সুযোগের পাশাপাশি বেড়েছে অনলাইন–অফলাইনে সহিংসতার ঝুঁকি। বিশেষ করে নারীদের প্রতি সহিংসতা ও হয়রানিকে তিনি দেশের অগ্রযাত্রার পথের বড় বাধা হিসেবে উল্লেখ করেন।

বিজ্ঞাপন

তিনি নারীদের নিরাপত্তা ও ক্ষমতায়ন নিশ্চিত করতে পাঁচটি অগ্রাধিকারমূলক উদ্যোগের কথা তুলে ধরেন— ১️. দ্রুত সহায়তামূলক জাতীয় অনলাইন সেফটি সিস্টেম, ২️. কর্মজীবী নারীদের জন্য সুরক্ষা প্রোটোকল, ৩. শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল নিরাপত্তা বিষয়ে পাঠক্রম, ৪️. কমিউনিটি পর্যায়ে সহিংসতা প্রতিরোধ ব্যবস্থা এবং ৫️. নেতৃত্বে নারীদের অংশগ্রহণ বাড়াতে ব্যাপক কর্মসূচি।

তারেক রহমানের ভাষ্য, বাংলাদেশ তখনই এগোবে, যখন নারী সমাজ নিরাপদ, সমর্থিত ও ক্ষমতায়িত হবে।

এদিকে, গত বছরের মতো এবারও তার জন্মদিনে কোনো আনুষ্ঠানিকতা না রাখার নির্দেশ দিয়েছে বিএনপি। যদিও দলীয় নেতাকর্মীদের মধ্যে তাকে ঘিরে প্রত্যাবর্তনের প্রত্যাশা এবং নির্বাচনি উচ্ছ্বাস স্পষ্টভাবে চোখে পড়ছে।

বিজ্ঞাপন

রাজনীতিতে তার পদচারণা শুরু বগুড়া জেলা বিএনপির সদস্য হিসেবে। পরে ২০০১ সালের জাতীয় নির্বাচনে প্রচারণায় সক্রিয় ভূমিকা রেখে জাতীয় নেতৃত্বে উঠে আসেন। ২০১৬ সালে তিনি সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং ২০১৮ সালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন। এক-এগারো সময়কার পরিস্থিতিতে ২০০৮ সালে চিকিৎসার জন্য লন্ডনে গেলেও তখন থেকেই সপরিবারে সেখানে অবস্থান করছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তার দেশে ফেরার সম্ভাবনা ঘিরে রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা যোগ হয়েছে। বিএনপির কয়েকজন শীর্ষ নেতা জানিয়েছেন— তিনি শিগগিরই দেশে ফিরে নির্বাচনি প্রচারে অংশ নেবেন। দলটি তার নিরাপত্তার জন্য বুলেটপ্রুফ গাড়ি আমদানির অনুমতিও পেয়েছে।

বিজ্ঞাপন

দলীয় সূত্রে জানা গেছে, সম্ভাব্য প্রার্থী তালিকা অনুযায়ী বগুড়া-৬ আসন থেকে তিনি প্রার্থী হিসেবে মনোনীত হতে পারেন। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার পর দেশে ফেরার পরিকল্পনাও রয়েছে তার।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD