Logo

ঢাকার যে আসনে নির্বাচনী লড়াই করবেন সেই রিকশাচালক সুজন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ নভেম্বর, ২০২৫, ২০:৪৩
30Shares
ঢাকার যে আসনে নির্বাচনী লড়াই করবেন সেই রিকশাচালক সুজন
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের প্রতি সম্মান জানিয়ে দু’হাত তুলে স্যালুট দিয়ে ভাইরাল হওয়া রিকশাচালক সুজন এবার রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করলেন। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে লড়বেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন সুজন।

মনোনয়নপত্র গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, অনেকে এতিমের টাকা খেয়ে, যাত্রাপালা করে সংসদে যেতে পারেন। আমি রিকশাচালক হয়ে কেন সংসদে যেতে পারব না? মানুষের পাশে থাকতে চাই, তাদের কথা বলতে চাই।

বিজ্ঞাপন

ঢাকা-৮ আসনের ভার্সিটি এলাকায় জুলাই আন্দোলনে সরাসরি অংশগ্রহণের কথা উল্লেখ করে সুজন বলেন, এই আন্দোলনে আমি সক্রিয়ভাবে ছিলাম। এজন্যই আমি এই আসন থেকে মনোনয়ন ফরম নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।

রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে, ঢাকা-৮ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, জামায়াতের প্রার্থী হয়েছেন অ্যাডভোকেট হেলাল উদ্দিন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীও নির্বাচনে অংশ নেবেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD