Logo

শনিবার চট্টগ্রামে যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ নভেম্বর, ২০২৫, ১২:০৪
10Shares
শনিবার চট্টগ্রামে যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
ছবি: সংগৃহীত

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান চট্টগ্রাম সফরে যাচ্ছেন। আগামীকাল শনিবার (২২ নভেম্বর) বিকেলে হেলিকপ্টারযোগে নগরীর চট্টগ্রাম কলেজের প্যারেড মাঠে পৌছানোর কথা রয়েছে জামায়াত নেতার। নির্বাচনকে সামনে রেখে আমিরের এই সফর ঘিরে চট্টগ্রাম জামায়াতের বিভিন্ন ইউনিটে ব্যাপক প্রস্তুতি চলমান ।

বিজ্ঞাপন

দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন পর চট্টগ্রামের কর্মসূচিতে উপস্থিত হয়ে ডা. শফিকুর রহমান দলের ভবিষ্যৎ দিকনির্দেশনা এবং নির্বাচনকেন্দ্রিক কৌশল নিয়ে আলোচনা করবেন। নির্বাচনে অংশগ্রহণের সম্ভাব্যতা, রাজনৈতিক সমঝোতা কিংবা বৃহত্তর ইসলামি রাজনীতির কৌশলগত অবস্থান নিয়েও তিনি গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন।

চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, ডা. শফিকুর রহমান শনিবার বিকেলে চট্টগ্রাম পৌঁছে প্রথমে আকবর শাহ থানার পূর্ব ফিরোজ শাহ কলোনীর আল জামিয়াতুল ইসলামিয়া বড় মাদ্রাসার বার্ষিক মাহফিলে যোগ দেবেন। এর পর সন্ধ্যা ছয়টায় তিনি চট্টগ্রাম মহানগর জামায়াত আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

শনিবার চট্টগ্রামে যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান