Logo

তত্ত্বাবধায়ক পুনর্বহালের রায় গণতান্ত্রিক অগ্রযাত্রায় ইতিবাচক

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ নভেম্বর, ২০২৫, ১৬:৩৯
21Shares
তত্ত্বাবধায়ক পুনর্বহালের রায় গণতান্ত্রিক অগ্রযাত্রায় ইতিবাচক
রুহুল কবির রিজভী | ফাইল ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের রায় দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে। এ রায় ভবিষ্যতে যেন কেউ স্বৈরশাসনে পরিণত হতে না পারে, সে পথ রুদ্ধ করবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ নভেম্বর) এক আলোচনা সভায় তিনি অভিযোগ করেন, ক্ষমতায় টিকে থাকতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করেছিলেন শেখ হাসিনা।

রিজভীর দাবি, এ ব্যবস্থার পুনর্বহাল দেশে ফ্যাসিবাদের পুনর্জন্ম রোধ করবে এবং রাজনৈতিক পরিবেশে ভারসাম্য ফিরিয়ে আনবে।

বিজ্ঞাপন

তারেক রহমানের জন্মদিন পালিত না হওয়া প্রসঙ্গে রিজভী বলেন, দেশে অনেক মানুষই এখন অসুস্থ, অনাহারে দিন কাটাচ্ছে। এমন পরিস্থিতিতে জন্মদিনের আয়োজন করা নৈতিক নয়। জনগণের দুঃসময়ে পাশে দাঁড়াতেই তারেক রহমান জন্মদিন পালন না করার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও উল্লেখ করেন, ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমান মানবিক উদ্যোগ ও সেবামূলক কর্মযজ্ঞ আরও বিস্তৃত করবেন।

শেখ হাসিনার শাসনব্যবস্থা নিয়ে সমালোচনা করে রিজভী বলেন, তিনি মানবিকতা ধারণ করতে পারেননি বলেই দেশের মানুষের প্রতি নিষ্ঠুর আচরণ করেছেন। স্বাধীন বাংলাদেশে এমন কঠোরতা আর কেউ দেখায়নি।

বিজ্ঞাপন

রিজভীর মতে, আপিল বিভাগের রায় দেশের গণতান্ত্রিক কাঠামো পুনর্গঠনের নতুন এক দিগন্ত খুলে দিয়েছে, যা আগামী দিনের নির্বাচনী প্রক্রিয়ায় আস্থা ও স্থিতিশীলতা ফেরাতে ভূমিকা রাখবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD