Logo

জামায়াতে ইসলামী নিয়ে কঠোর সমালোচনায় হেফাজত আমীর

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ নভেম্বর, ২০২৫, ১৭:৪৬
32Shares
জামায়াতে ইসলামী নিয়ে কঠোর সমালোচনায় হেফাজত আমীর
ছবি: সংগৃহীত

দেশের ইসলামি রাজনৈতিক অঙ্গনে হেফাজতে ইসলামের আমীর মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী জামায়াতে ইসলামীর মতাদর্শের উপর কঠোর সমালোচনা করেছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত জাতীয় উলামা কাউন্সিলের আত্মপ্রকাশ ও উলামা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

হেফাজতে ইসলামের আমীর বলেন, জামায়াতের ইসলাম এবং আমাদের আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ইসলাম এক নয়। মওদুদীর ইসলাম আমাদের ইসলামের সঙ্গে মেলে না। জামায়াতের ইসলাম মওদুদীর ইসলাম।

বিজ্ঞাপন

তিনি আরও সতর্ক করে বলেন, জামায়াত ক্ষমতায় এলে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের জন্য বাংলাদেশে অবস্থান করা সম্ভব হবে না।

পাশাপাশি তিনি জামায়াতকে সাহাবাদের দুশমন এবং নাস্তিকের চেয়েও বিপজ্জনক বলে আখ্যা দেন।

একই অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক দেশের ইসলামি রাজনীতির বর্তমান সময়কে সোনালী সময় হিসেবে আখ্যা দিয়ে বলেন, বাংলাদেশে ইসলামি রাজনীতির উত্থানের সোনালী সময় এখন। এই সুযোগ কাজে লাগাতে না পারলে ভবিষ্যতে আফসোস করতে হবে। আগামীর বাংলাদেশে কোনো জাতীয় সিদ্ধান্ত ইসলামপন্থীদের বাইরে রাখা সম্ভব হবে না।

বিজ্ঞাপন

মাওলানা মামুনুল হক রাজবাড়ীতে আলেম-ইমামদের হয়রানির বিষয়েও সতর্কবার্তা দেন। তিনি উল্লেখ করেন, নুরাল পাগলার মাজার এলাকায় হামলার ঘটনাকে কেন্দ্র করে আলেম-ইমামদের হয়রানি করা হচ্ছে। প্রশাসন যদি দমন-পীড়ন বন্ধ না করে, তবে জাতীয় পর্যায় থেকে কঠোর প্রতিবাদ করা হবে।

উলামা সম্মেলনে হেফাজতে ইসলামের নেতৃত্বাধীন উলামা ও ইসলামী নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশের ইসলামি রাজনৈতিক অবস্থার গুরুত্ব, ইসলামী ঐক্য ও সমাজে ইসলামের সঠিক স্থাপনার ওপর গুরুত্বারোপ করা হয়।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD