ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

ঢাকায় সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বিজ্ঞাপন
রবিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।
বিজ্ঞাপন
সূত্রে জানা গেছে, বৈঠকে দুই পক্ষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক ও সম্প্রতি অঞ্চলের বিভিন্ন রাজনৈতিক-সামাজিক বিষয় নিয়ে মতবিনিময় করা হয়েছে। তবে বৈঠকের বিস্তারিত আলোচনার বিষয়গুলি প্রকাশ করা হয়নি।








