Logo

খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে যা জানালেন চিকিৎসক

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ নভেম্বর, ২০২৫, ১৭:৩৫
11Shares
খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে যা জানালেন চিকিৎসক
খালেদা জিয়া | ফাইল ছবি

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা বর্তমানে উন্নতির দিকে রয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার কেবিনে তার চিকিৎসা চলমান রয়েছে মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে।

বিজ্ঞাপন

চিকিৎসকেরা জানিয়েছেন, সাবেক এই প্রধানমন্ত্রী এখন শঙ্কামুক্ত।

বিএনপির মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা পরিচালিত হচ্ছে। এর পাশাপাশি, লন্ডন থেকে তার ছেলে তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়মিতভাবে খতিয়ে দেখছেন। ঢাকায় তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান তার পাশে রয়েছেন।

বিজ্ঞাপন

গত রোববার রাত ৮টায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। হাসপাতালে তার চিকিৎসা চলমান রয়েছে বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। নিয়মিতভাবে শারীরিক জটিলতার কারণে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়।

গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান এবং ১১৭ দিন অবস্থান করার পর ৬ মে দেশে ফেরেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া ফেনী-১ আসনসহ মোট ৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। চিকিৎসকের তত্ত্বাবধানে সুস্থ হয়ে নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি চলছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD