Logo

এনসিপির আপত্তিতে পেছালো নতুন রাজনৈতিক জোটের ঘোষণা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ নভেম্বর, ২০২৫, ১৩:২২
23Shares
এনসিপির আপত্তিতে পেছালো নতুন রাজনৈতিক জোটের ঘোষণা
ছবি: সংগৃহীত

আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে চার দলের নতুন জোট গঠনের প্রক্রিয়া হঠাৎ স্থগিত হয়েছে। জোট গঠনের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ (এবি) পার্টি, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) এই চার দল মিলিত হয়ে জোট ঘোষণা করার কথা ছিল। তবে শেষ মুহূর্তে এনসিপির আপত্তির কারণে আপ বাংলাদেশকে জোটে নেওয়া হয়নি, যা বৈঠক স্থগিতের কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে শহীদ আবু সাঈদ কনভেনশনে জোটের আত্মপ্রকাশ নিয়ে বৈঠক হওয়ার কথা থাকলেও হঠাৎ এটি বাতিল করা হয়।

এবি পার্টির সহ দপ্তর সম্পাদক মশিউর রহমান মিলু বলেন, বৈঠক স্থগিত করা হয়েছে। হঠাৎ করে মধ্যরাতে স্থগিত হয়েছে। আমাদের শরিক দলের ভেতরে কিছু বিষয় নিয়ে আলোচনার প্রয়োজন আছে। এনসিপির অনেক জুনিয়র নেতার মধ্যে দ্বন্দ্ব আছে, তাই আমরা সাময়িকভাবে এই সিদ্ধান্ত নিয়েছি। জোট হবে, কিন্তু একটু দেরি হচ্ছে।

বিজ্ঞাপন

একটি এনসিপি সূত্র জানিয়েছে, গতকাল রাতে দলের নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠকে আপ বাংলাদেশকে জোটে নেওয়ার প্রস্তাব পাস করা যায়নি। ফলে আপাতত জোট গঠন আলোচনা পিছিয়ে গেছে।

এনসিপির কেন্দ্রীয় এক নেতা জানিয়েছেন, কিছু নেতা আপ বাংলাদেশকে নিয়ে জোট করতে রাজি ছিল না। শেষমেশ এনসিপি সিদ্ধান্ত নিয়েছে আপ বাংলাদেশ ছাড়া জোট করা যাবে। কিন্তু অন্য দল যদি বলে, তারা আপ ছাড়া জোটে যাবে না, তাহলে জোট অনিশ্চয়তার মধ্যে পড়ে।

ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, জোটগঠন প্রক্রিয়া সাময়িকভাবে পিছিয়েছে। আলোচনাসমূহ চলছে, কনফার্ম হলে সবাইকে জানানো হবে। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি।

বিজ্ঞাপন

নতুন জোটের ঘোষণা স্থগিত হওয়ায় নির্বাচনী অঙ্গনে এ মুহূর্তে অনিশ্চয়তা বেড়ে গেছে। এনসিপি ও আপ বাংলাদেশের মধ্যে সমঝোতা না হলে জোটের চূড়ান্ত রূপ নেওয়া কঠিন হতে পারে বলে জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

এনসিপির আপত্তিতে পেছালো নতুন রাজনৈতিক জোটের ঘোষণা