Logo

নতুন কর্মসূচি ঘোষণা করলো বিএনপি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ নভেম্বর, ২০২৫, ২১:১১
65Shares
নতুন কর্মসূচি ঘোষণা করলো বিএনপি
ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু’র দর্শন ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি নতুন কর্মসূচি ঘোষণা করেছে। দলের এই নতুন কর্মসূচি ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এবং এটি আগামী ৭ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীতে এক জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি জানান, গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে দলটি ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে এই কর্মসূচি গ্রহণ করেছে।

বিজ্ঞাপন

এ সময় রিজভী বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ ও শেখ হাসিনার চরিত্রের মধ্যে কোনও পার্থক্য নেই। তারা বারবার পরস্পরের বিরুদ্ধে নানা কথা বলার পরও এক চূড়ান্ত মুহূর্তে একত্রিত হয়েছে। এরা গণতন্ত্রকে ছুরি দিয়ে আঘাত করেছে। এরশাদ ব্যাংক লুট করেছিলেন, আর শেখ হাসিনা সেই লুটকে চূড়ান্ত রূপ দিয়েছেন।

রিজভী আরও উল্লেখ করেন, বিএনপি জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও দেশের দীর্ঘমেয়াদী উন্নয়নের লক্ষ্যে এই কর্মসূচি বাস্তবায়ন করছে। কর্মসূচির আওতায় দলের নেতা-কর্মীরা দেশের বিভিন্ন স্থানে জনসচেতনতা সৃষ্টির জন্য সভা, আলোচনা এবং সামাজিক কার্যক্রম পরিচালনা করবেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ বলেন, দেশের বর্তমান পরিস্থিতি গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। তাই আমাদের নতুন কর্মসূচি শুধু রাজনৈতিক আন্দোলন নয়, এটি দেশের জনগণকে সচেতন করে উন্নয়নমুখী পরিকল্পনার অংশ হিসেবে গণতান্ত্রিক সংস্কারের পথ প্রদর্শন করবে।

বিএনপির এই কর্মসূচি দেশের নীতি, শাসনব্যবস্থা ও অর্থনৈতিক অস্থিরতার প্রসঙ্গে আলোচনার মাধ্যমে নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করবে।

দলটি আশা করছে, আগামী সপ্তাহে এই কর্মসূচির মাধ্যমে জনগণ ও বিভিন্ন সামাজিক অংশীদারদের মধ্যে এক নতুন সচেতনতা সৃষ্টি হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

নতুন কর্মসূচি ঘোষণা করলো বিএনপি