Logo

এরশাদ ও শেখ হাসিনার চরিত্রে কোনো পার্থক্য নেই: রিজভী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ নভেম্বর, ২০২৫, ১৫:৩৭
15Shares
এরশাদ ও শেখ হাসিনার চরিত্রে কোনো পার্থক্য নেই: রিজভী
ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রের মধ্যে কোনো পার্থক্য ছিল না।

বিজ্ঞাপন

আজ (বৃহস্পতিবার) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে রিজভী বলেন, এরশাদ এবং শেখ হাসিনার চরিত্রে কোনো ভিন্নতা নেই। প্রকাশ্যে তারা মুখোমুখি থাকলেও শেষ মুহূর্তে হাত মিলিয়েছেন এবং বারবার গণতন্ত্রকে হত্যা করেছেন। উভয়ের শাসনামলে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে।

তিনি আরও বলেন, ইকোনোমিক্স থাকলেও শেখ হাসিনার ১৫ বছরের শাসনকাল ছিল ‘হাসিনোমিক্স’। ব্যাংক থেকে ঋণ নেওয়া হলেও তা ফেরত না দেওয়ার সুযোগ ছিল। নতুন ঋণ নেওয়া যেত, কিন্তু পুরানো ঋণ পরিশোধের নিশ্চয়তা ছিল না।

বিজ্ঞাপন

রিজভী দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করে বলেন, দেশ বর্তমানে সাড়ে ছয় লাখ কোটি টাকার খেলাপি ঋণের বোঝা নিয়ে চলছে। নতুন সরকারকে অর্থনীতিকে এই বিপর্যয় থেকে উদ্ধার করতে শক্ত পদক্ষেপ নিতে হবে। যদিও অন্তর্বর্তীকালীন সরকার কিছু উদ্যোগ নিয়েছে, কিন্তু কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না, বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে।

সম্প্রতি ব্যাংকের ভল্ট থেকে স্বর্ণ জালিয়াতি সংক্রান্ত বিষয়ে রিজভী বলেন, দুইটি ভল্ট থেকে ৮৩২ ভরি স্বর্ণ বের হচ্ছে। ভল্টে আরও স্বর্ণ আছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। শিগগিরই জানা যাবে, এই স্বর্ণের সঙ্গে শেখ হাসিনা বা তার ঘনিষ্ঠদের কোনো সম্পর্ক আছে কি না।

বিজ্ঞাপন

সভায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, নেতা নাজিম উদ্দীন আলম, মোস্তাফিজুর রহমান বাবুল প্রমুখ।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD