Logo

আবারও সিসিইউতে নেওয়া হলো খালেদা জিয়াকে

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ নভেম্বর, ২০২৫, ১৪:০২
17Shares
আবারও সিসিইউতে নেওয়া হলো খালেদা জিয়াকে
বেগম খালেদা জিয়া | ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আবারও করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে। সেখানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, খালেদা জিয়ার সিসিইউতে চিকিৎসা পরিচালিত হচ্ছে দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে।

ডা. জাহিদ বলেন, বিএনপি চেয়ারপারসনের সুস্থতার জন্য তিনি দেশের জনগণের কাছে দোয়া চেয়েছেন।

বিজ্ঞাপন

এর আগে, খালেদা জিয়ার চেস্টে (বুকে) সংক্রমণ, হার্ট এবং ফুসফুসে সমস্যা দেখা দেয়ার খবর জানিয়েছিলেন মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।

রবিবার (২৩ নভেম্বর) রাতে খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

বিজ্ঞাপন

ব্যক্তিগত চিকিৎসক আল মামুন জানান, বেশ কিছু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বর্তমানে সিসিইউতে থাকা অবস্থায় বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের উপর নিবিড় নজরদারি অব্যাহত রয়েছে। মেডিকেল বোর্ড নিয়মিতভাবে তার অবস্থার মূল্যায়ন করছেন এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা প্রদান করছেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD