Logo

বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন রেজা কিবরিয়া

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ ডিসেম্বর, ২০২৫, ১৩:০৩
17Shares
বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন রেজা কিবরিয়া
ছবি: সংগৃহীত

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া সোমবার (১ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে তিনি দলের সঙ্গে যুক্ত হন।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল রেজা কিবরিয়ার যোগদানকে স্বাগত জানিয়ে বলেন, আমরা অত্যন্ত গর্বিত যে, রেজা কিবরিয়া আমাদের দলে আসলেন। তিনি আমাদের চেয়ারপার্সন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অভিনন্দন পাচ্ছেন। বিএনপির ৩১ দফার আলোকে তিনি দেশের গঠন ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

রেজা কিবরিয়া বলেন, বিএনপিতে যোগ দিতে পেরে আমি গর্বিত। এই দলটির ইতিহাস গণতন্ত্রের ইতিহাস। তারা দেশের গণতন্ত্র রক্ষায় বারবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমি চাই দেশের জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজ করতে।

বিজ্ঞাপন

তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আস্থা প্রকাশ করে বলেন, তারেক রহমান বিদেশে থেকে দেশে উন্নয়নমূলক জ্ঞান ও অভিজ্ঞতা আনবেন। আমাদের দেশের মানুষদের জন্য এটি লাভজনক হবে। আমি আশা করি, আমাদের দেশ এশিয়ার শীর্ষ তিন দেশের মধ্যে স্থান অর্জন করতে পারবে।

রেজা কিবরিয়া ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রতীকে গণফোরামের জোটসঙ্গী হিসেবে অংশগ্রহণ করেছিলেন। বিএনপি মহাসচিবের বক্তব্য অনুযায়ী, তার অতীত অভিজ্ঞতা ও আন্তর্জাতিক ক্যারিয়ার দলের কার্যক্রমকে শক্তিশালী করতে সহায়ক হবে।

যোগদান অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদও বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

রেজা কিবরিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নিতে আগ্রহী। বিএনপি ইতিমধ্যেই নির্বাচনের জন্য ২২৫ আসনের প্রার্থী ঘোষণা করেছে এবং হবিগঞ্জ-১ আসনটি এখনো ফাঁকা রাখা হয়েছে।

এর আগে রেজা কিবরিয়া গণফোরামে যোগ দিয়ে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং পরে দলীয় বিভাজনের কারণে আমজনতার দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি তার রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে চান।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD