খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন, নেওয়া হয়েছে ভেন্টিলেশনে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গুরুতর বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান।
বিজ্ঞাপন
তিনি সোমবার (১ ডিসেম্বর) দুপুরে জানান, গত রাত থেকে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।
এর আগে সকালে দলের মহাসচিব মির্জা ফখরুল জানিয়েছেন, খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন। দেশি-বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। চিকিৎসকরা তার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানাবেন। ফখরুল অনুরোধ করেছেন, সবাই তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন।
বিজ্ঞাপন
৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস এবং কিডনির জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দেয়ায় দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। অবস্থা অবনতি হলে দুই দিন আগে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে। সেখানে দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে।
৮ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মুক্তি পান খালেদা জিয়া। এরপর গত ৮ জানুয়ারি চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তিনি। চার মাস পর ৬ মে দেশে ফেরেন খালেদা জিয়া।








