Logo

এভারকেয়ার হাসপাতালে নিরাপত্তাব্যবস্থা জোরদার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ ডিসেম্বর, ২০২৫, ২১:৫৬
21Shares
এভারকেয়ার হাসপাতালে নিরাপত্তাব্যবস্থা জোরদার
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চলমান রয়েছে। এ অবস্থায় সেখানকার নিরাপত্তাব্যবস্থা আরও বেশি জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (০১ ডিসেম্বর) রাত ৮টা ১০ মিনিটে নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন ও তদারকি করতে হাসপাতালে পৌঁছেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে হাসপাতাল প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বিজ্ঞাপন

সোমবার সাংবাদিকদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার খানিকটা উন্নতি এসেছে। তার অবস্থা স্থিতিশীল, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।

একই সঙ্গে দলের চেয়ারপারসনের আশু আরোগ্য কামনায় ‘কায়মানো বাক্য মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে দলের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বানও জানান বিএনপি মহাসচিব।

এ ছাড়া খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে চীনের পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় পৌঁছেছেন। পরে আজ বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তারা।

বিজ্ঞাপন

সংবাদমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন।

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসার ব্যাপারে কোনো বাধা থাকলে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে এবং তার নিরাপত্তার ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

এভারকেয়ার হাসপাতালে নিরাপত্তাব্যবস্থা জোরদার