Logo

খালেদা জিয়ার অসুস্থতার পেছনে দায়ী শেখ হাসিনা: রিজভী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ ডিসেম্বর, ২০২৫, ১৩:০১
21Shares
খালেদা জিয়ার অসুস্থতার পেছনে দায়ী শেখ হাসিনা: রিজভী
রুহুল কবির রিজভী | ফাইল ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান অসুস্থতার পেছনে দায়ী শেখ হাসিনা।

বিজ্ঞাপন

বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত দোয়া মাহফিলে এই মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, যিনি নিজের মাটি, দেশ, জনগণ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে আপস করেননি, তার প্রতি সবার ভালোবাসা থাকবেই। সেই ভালোবাসার বহিঃপ্রকাশ আজ আমরা দেখতে পাচ্ছি।

বিজ্ঞাপন

তিনি আরও যোগ করেন, কখনো কখনো অন্যায় আবদার মেনে চলার কারণে দেশের স্বার্থে বেগম জিয়া তৎকালীন পরিস্থিতি মেনে নিয়েছিলেন। ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে তিনি জননিরাপত্তার স্বার্থে তত্ত্বাবধায়ক সরকার গঠন করেছিলেন যাতে কোনো মানুষ হত্যা না হয়।

রিজভী উল্লেখ করেন, যারা তখন হত্যাযজ্ঞ চালিয়ে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছিলেন, আজ সেই একই ক্ষমতাসীন ব্যক্তিরা তা বাতিল করে দিয়েছেন। জনগণের ওপর বিশ্বাস না রেখে নিজের ইচ্ছামতো দেশ পরিচালনা করেছেন শেখ হাসিনা। সেই কারণেই বেগম জিয়ার অসুস্থতা।

বিজ্ঞাপন

তিনি সবাইকে সতর্ক করে বলেন, জনগণের ক্ষতি সাধন করবে এমন কোনো কাজ অন্তর্বর্তীকালীন সরকার যেন না করে এবং জনস্বার্থে কাজ করার আহ্বান জানিয়েছেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD