Logo

আবারও পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ ডিসেম্বর, ২০২৫, ১০:৪৬
34Shares
আবারও পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা
খালেদা জিয়া | ফাইল ছবি

উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার নির্ধারিত তারিখ আবারও পিছিয়েছে। এয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরি হওয়া এবং খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা, এই দুই কারণেই তৃতীয়বারের মতো স্থগিত হয়েছে তার লন্ডন যাত্রা।

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার বলেন, ‘ম্যাডামের লন্ডন যাত্রা পিছিয়েছে। এই মুহূর্তে নতুন করে কোনো তারিখ বলতে পারছি না। এয়ার অ্যাম্বুলেন্স আসার পরে যেকোনো দিনই উনাকে নেওয়া হবে।’

বিএনপির একজন চিকিৎসক জানান, গত কয়েক দিন ধরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা একই রয়েছে। এয়ার অ্যাম্বুলেন্স দেরিতে আসার পাশাপাশি ফ্লাই করার মতো তাঁর শারীরিক অবস্থা কতটা উপযুক্ত—সেটিও গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।

বিজ্ঞাপন

বিএনপির একটি সূত্র জানায়, কাতারের ব্যবস্থাপনায় নতুন করে যে এয়ার অ্যাম্বুলেন্স আনার কথা হয়েছিল, সেটি ৬ ডিসেম্বর ঢাকায় অবতরণের কথা থাকলেও সময়সূচি পরিবর্তন করে ৯ ডিসেম্বর করা হয়েছে। বিমানটি ১০ ডিসেম্বর ঢাকা ছাড়বে বলে প্রাথমিক সময়সূচিও নির্ধারণ করা হয়েছে।

গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে কাতারের আমিরের ব্যবস্থাপনায় শুক্রবার সকালে লন্ডনে নেওয়ার কথা ছিল। তবে কারিগরি ত্রুটির কারণে শেষ মুহূর্তে আটকে যায় তার লন্ডন যাত্রার প্রক্রিয়া।

পরে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, সবকিছু স্বাভাবিক থাকলে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি শনিবার ঢাকায় পৌঁছাতে পারে এবং শারীরিক অবস্থা অনুকূলে থাকলে রোববার লন্ডনের উদ্দেশ্যে উড়তে পারেন খালেদা জিয়া।

বিজ্ঞাপন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল জানান, বিমান কখন ছাড়বে তা পুরোপুরি নির্ভর করছে খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর।

গত ২৩ নভেম্বর স্বাস্থ্য পরীক্ষা করতে হাসপাতালে যাওয়ার পর সেদিনই ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। ২৭ নভেম্বর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিয়ে নিবিড় চিকিৎসা দেওয়া হচ্ছে। অবস্থার আরও অবনতি হওয়ায় দেশের চিকিৎসক দলের সঙ্গে যুক্ত হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরাও।

বিজ্ঞাপন

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, কিডনি ও চোখের সমস্যা ছাড়াও ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ নানা জটিলতায় ভুগছেন।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD