Logo

খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ রাতে

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ ডিসেম্বর, ২০২৫, ১২:০৫
22Shares
খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ রাতে
খালেদা জিয়া | ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে কি না—এ বিষয়ে আজ রাতেই সিদ্ধান্ত নেবে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড।

বিজ্ঞাপন

শনিবার (৬ ডিসেম্বর) সকালে বিএনপির মিডিয়া সেল থেকে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে।

সূত্র জানায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ মূল্যায়নের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বোর্ড। তারা অনুমতি দিলেই দেশে আসবে লন্ডনগামী এয়ার অ্যাম্বুলেন্স।

বিজ্ঞাপন

এরই মধ্যে ঢাকাস্থ কাতার দূতাবাস জানিয়েছে, কাতারের আমিরের বিশেষ ব্যবস্থাপনায় জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স শনিবার বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

উল্লেখ্য, শুক্রবার (৫ ডিসেম্বর) খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে এয়ার অ্যাম্বুলেন্স না আসায় যাত্রা স্থগিত করা হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি সমস্যার কারণেই ফ্লাইটটি পৌঁছায়নি। সবকিছু ঠিক থাকলে শনিবার অ্যাম্বুলেন্স পৌঁছানোর পর রোববার (৭ ডিসেম্বর) যাত্রার সম্ভাবনা রয়েছে—তবে শর্ত একটাই, তার শারীরিক অবস্থা যাত্রার উপযোগী হতে হবে এবং মেডিকেল বোর্ডের অনুমোদন প্রয়োজন।

বিজ্ঞাপন

এদিকে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা করতে লন্ডন থেকে ঢাকায় এসেছেন ডা. জুবাইদা রহমান। শুক্রবার সকালে তিনি বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছে ভিআইপি গেট দিয়ে বের হন। সেখান থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে গিয়ে কিছু সময় অবস্থান করেন। পরে দুপুরে ধানমন্ডির পৈতৃক বাসভবনের উদ্দেশে রওনা দেন।

দেশের অন্যতম প্রভাবশালী এই নেত্রীর উন্নত চিকিৎসা নিয়ে দেড় বছরেরও বেশি সময় ধরে আলোচনা চললেও এবার পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। মেডিকেল বোর্ডের আজ রাতের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে তার লন্ডন যাত্রা।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD