Logo

আওয়ামী লীগ গণতন্ত্রের জন্য ‘ভাইরাস’: সালাহউদ্দিন

profile picture
জেলা প্রতিনিধি
কক্সবাজার
৬ ডিসেম্বর, ২০২৫, ১২:২৫
21Shares
আওয়ামী লীগ গণতন্ত্রের জন্য ‘ভাইরাস’: সালাহউদ্দিন
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের গণতন্ত্রের জন্য ভাইরাস আওয়ামী লীগ। এই ‘ভাইরাসের’ বিদায়ের পর দেশে সুষ্ঠু ও প্রগতিশীল রাজনীতি প্রতিষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় চকরিয়া উপজেলার বদরখালীতে অনুষ্ঠিত জনসভায় তিনি এ মন্তব্য করেন। চলমান নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে চকরিয়া ও আশেপাশের বিভিন্ন এলাকায় গণসংযোগ এবং পথসভা করেন তিনি। তার নির্বাচনী এলাকা অন্তর্ভুক্ত ইউনিয়নগুলো হলো কোনাখালী, বিএমচর, সাহারবিল, বদরখালী, ঢেমুশিয়া, পূর্ব বড় ভেওলা ও পশ্চিম বড় ভেওলা।

সালাহউদ্দিন আহমেদ বলেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে চকরিয়ার মাতামুহুরিকে উপজেলায় রূপান্তরিত করা হবে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে এবং দেশের সব নাগরিকের অধিকার নিশ্চিত করা হবে।

বিজ্ঞাপন

তিনি নির্বাচনী প্রতিশ্রুতি সম্পর্কেও জানান, বিএনপি ক্ষমতায় এলে যে প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে। সরকার গঠনের পর এক থেকে দেড় বছরের মধ্যে দেড় কোটি বেকার যুবকের জন্য কর্মসংস্থান নিশ্চিত করা হবে।

এদিন বিকেলে চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবুল মিয়ার জানাজায় অংশ নেন সালাহউদ্দিন আহমেদ। শোকসন্তপ্ত পরিবারের প্রতি তিনি গভীর সমবেদনা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

সালাহউদ্দিন আহমেদ কক্সবাজার-১ আসন (চকরিয়া ও পেকুয়া) থেকে বিএনপির মনোনয়ন প্রাপ্ত হওয়ার পর ২ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন। এই আসন থেকে তিনি ষষ্ঠ, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD