লন্ডন-দিল্লিতে বসে রাজনীতি চলবে না, করতে হবে দেশে এসে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, বিদেশে বসে রাজনীতি করার দিন শেষ। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় পরিবর্তন আনতে হলে দেশের মাটি, মানুষ ও ভাষাকে ধারণ করে মাঠে নামতে হবে। লন্ডন, দিল্লি কিংবা পিন্ডিতে বসে আর রাজনীতি চলবে না। তরুণদেরই এবার দায়িত্ব নিতে হবে।
বিজ্ঞাপন
শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পাবলিক ক্লাব মাঠে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজিত তারুণ্য উৎসব ও নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি অভিযোগ করে বলেন, গত ১৬ বছরের ‘ফ্যাসিবাদী শাসনব্যবস্থা’ দেশের শিক্ষা, অর্থনীতি ও সংস্কৃতির কাঠামো ধ্বংস করে দিয়েছে। সেই ব্যর্থতা কাটিয়ে নতুন বাংলাদেশ গড়তে ‘ইনসাফের প্রতিনিধিদের’ নির্বাচিত করতে তরুণদের ঐক্যবদ্ধ ভূমিকা দরকার।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, যারা বিপ্লবের আগে ও পরে একই থাকে, তাদেরই প্রতিনিধিত্ব প্রয়োজন। ইতোমধ্যে ইনসাফের প্রতিনিধিরা সে সক্ষমতার প্রমাণ দিয়েছেন।
সীমান্ত হত্যা ও ভারত–বাংলাদেশ সম্পর্কের প্রসঙ্গ তুলে সাদিক কায়েম বলেন, গত ৫৪ বছরে এই অঞ্চলে যেভাবে নির্যাতন হয়েছে, তার প্রতিবাদ আমাদের প্রতিনিধিরাই করেছে। নতুন বাংলাদেশ আর কারও প্রেসক্রিপশনে চলবে না।
ঠাকুরগাঁওয়ের উন্নয়ন নিয়ে তিনি বলেন, এখানে যে বিমানবন্দর ছিল তা ‘একটি দেশের নির্দেশে’ বন্ধ করে দেওয়া হয়েছিল। দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় হলে বিমানবন্দর চালু করা হবে, শিক্ষা ও স্বাস্থ্য খাত আধুনিকায়ন করা হবে এবং কৃষক-শ্রমিক-পেশাজীবীদের অধিকার নিশ্চিত করা হবে। বিশেষ করে প্রবাসীদের সম্মান ও অধিকার প্রতিষ্ঠায় তিনি নির্দিষ্ট উদ্যোগের কথা জানান।
বিজ্ঞাপন
সমাবেশে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য দেলাওয়ার হোসেন বলেন, দুর্নীতি ও চাঁদাবাজি থেকে মুক্ত নেতৃত্বের পক্ষেই তরুণরা রয়েছে। দেশের সর্বত্র সৎ ও নির্ভীক নেতৃত্ব বাছাই করতে হবে।
ঠাকুরগাঁও-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মিজানুর রহমান মাস্টার বলেন, ৫ আগস্টের পর আর কোনো রক্তচক্ষু ভয় দেখাতে পারে না। কেন্দ্র দখল বা ভোট চুরির ভয় দেখিয়ে কোনো লাভ নেই—কারণ তরুণদের কেনা যায় না।
বিজ্ঞাপন
অনুষ্ঠানের বিশেষ অতিথি সিবগাতুল্লাহ সিবগা বলেন, অতীতের স্বৈরশাসকদের মতোই শেখ হাসিনা ‘পালিয়ে যেতে বাধ্য হয়েছে’, এবং তার এই বিদায়ে ‘ইনসাফ প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে’ বলে তিনি দাবি করেন।
অনুষ্ঠানে জেলা জামায়াতের আমির মাওলানা বেলাল উদ্দিন প্রধান, সেক্রেটারি মো. আলমগীর হোসেন, ঠাকুরগাঁও-২ আসনের প্রার্থী মাওলানা আব্দুল হাকিমসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।








