ব্যক্তি স্বার্থে নয়, ধানের শীষের জন্য কাজ করুন: তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যক্তিগত স্বার্থকে বাদ দিয়ে দলীয় প্রতীক ‘ধানের শীষ’-এর জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নেতাকর্মীদের উদ্দেশ্যে এই বার্তা দেন।
তারেক রহমান বলেন, বিএনপি থেকে যারা নির্বাচিত হবেন, তাদের জন্য কাজ করতে হবে। দল যাকেই মনোনয়ন দিক না কেন, সবাইকে ধানের শীষের জন্য কাজ করতে হবে। কোনো ব্যক্তির জন্য নয়।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সময়ে দেশের মৌলিক বিষয়গুলো নিয়ে অন্য কোনো দল চিন্তা করছে না। এই সংকট মোকাবিলায় বিএনপি পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে চায়।
বিজ্ঞাপন
ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, স্বৈরাচার দেশের অবস্থা ধ্বংস করে দিয়েছে। দেশকে পুনরায় উন্নয়নের পথে এগিয়ে নিতে শক্তিশালী পরিকল্পনা ও সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। তাই বিএনপি আগামী দিনের জন্য সুসংগঠিত পরিকল্পনার সঙ্গে এগোতে প্রস্তুত।








