Logo

এনসিপি নেত্রী রুমীর দাফন সম্পন্ন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ ডিসেম্বর, ২০২৫, ১১:৪৩
7Shares
এনসিপি নেত্রী রুমীর দাফন সম্পন্ন
ছবি: সংগৃহীত

এনসিপি নেত্রী জান্নাতারা রুমী (৩০)-এর দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর সরকারি কবরস্থানের সামনে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

বিজ্ঞাপন

জান্নাতারা রুমী এনসিপির ধানমন্ডি থানা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন। তিনি নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড এলাকার জাকির হোসেনের মেয়ে। তিনি রাজধানীর হাজারীবাগ থানার জিগাতলা এলাকার ২৫/৭১ নম্বর এক ভাড়া বাসায় বসবাস করতেন।

খোঁজ নিয়ে জানা গেছে, জান্নাতারা রুমীর দুই বোন ও এক ভাই রয়েছে। তিনি ছোট থাকতেই তার মা মারা যান। পরে তার বাবা দ্বিতীয় বিয়ে করেন। এরপর রুমী ভাই ও চাচাদের কাছেই বেড়ে ওঠেন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি এনসিপির রাজনীতিতে সক্রিয় হন।

বিজ্ঞাপন

প্রথমে জেলা কমিটিতে কাজ করার পর ঢাকায় চলে আসেন এবং পরে এনসিপির হয়ে সেখানে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হন। সম্প্রতি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে এক নারীকে মারধরের ঘটনায় তিনি সারাদেশে আলোচনায় আসেন।

জান্নাতারা রুমীর চাচাতো ভাই মেহেদী হাসান জানান, পরিবারের সবার সিদ্ধান্ত অনুযায়ী রাতেই দাফন করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে পরিবার এটিকে আত্মহত্যা হিসেবেই দেখছে। এ বিষয়ে এর বেশি কিছু বলতে তারা অনিচ্ছুক।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে রাজধানীর ঝিগাতলার একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাতারা রুমীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে রাত ১২টার দিকে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হলে তা নওগাঁর পত্নীতলায় নিয়ে যাওয়া হয়।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD