বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়, গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কুড়িল-বিশ্বরোডে ৩০০ ফিট গণসংবর্ধনা মঞ্চে বিকেল ৩টা ৫৮ মিনিটে বক্তব্য শুরু করেন তিনি। তারেক রহমান বলেন, প্রথমেই আমি রাব্বুল আলামীনের দরবারে হাজারো লক্ষ-কোটি শুকরিয়া আদায় করছি। অশেষ রহমতে প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি, আপনাদের মাঝে।
তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের কথা স্মরণ করেন এবং বলেন, ১৯৭৫ সালের সিপাহী–জনতার বিপ্লবের মাধ্যমে দেশকে রক্ষা করা হয়েছিল। এরপরও ২০২৪ সালের ৫ আগস্ট এ দেশের ছাত্র–জনতাসহ সর্বস্তরের মানুষ—কৃষক, শ্রমিক, নারী–পুরুষ, মাদ্রাসার ছাত্রসহ পেশা ও শ্রেণিনির্বিশেষে—স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রেখেছিল।
বিজ্ঞাপন
তারেক রহমান আরও বলেন, সবাই মিলে আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলব, যা একজন মা দেখেন। অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ, যেখানে একজন মানুষ নিরাপদে ঘর থেকে বের হতে পারে এবং আবার নিরাপদে ঘরে ফিরে আসতে পারে।
এর আগে, দুপুর ১২টা ৩৫ মিনিটে বিমানবন্দর থেকে বিশেষ বাসে করে গণসংবর্ধনা মঞ্চের উদ্দেশ্যে রওনা দেন তিনি। সড়কের দুপাশে উপস্থিত দলের নেতাকর্মীরা হাত নেড়ে তাকে স্বাগত জানান। ৩ ঘণ্টা ১৫ মিনিটের যাত্রার পর বিকেলে মঞ্চে পৌঁছান বিএনপি নেতা।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, তারেক রহমানকে বহনকারী বিমানটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে তিনি লন্ডন থেকে বাংলাদেশে আসার পথে বুধবার দিবাগত রাত সোয়া ১২টায় হিথ্রো বিমানবন্দর ত্যাগ করেন।
বিমানবন্দর থেকে বেরিয়ে বিশেষ বাসে করে ৩০০ ফিটের উদ্দেশ্যে রওনা হওয়ার পর জনগণ ও নেতাকর্মীদের উচ্ছ্বাসময় অভ্যর্থনায় মুখরিত ছিল পুরো পথ।








