আমরা দেশের শান্তি চাই, সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যা একজন মা দেখেন। অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ, যেখানে একজন মানুষ নিরাপদে ঘর থেকে বের হতে পারে এবং আবার নিরাপদে ঘরে ফিরে আসতে পারে। আমরা দেশের শান্তি চাই। সকলের সঙ্গে মিলিত হয়ে দেশ গড়ার সময় এসেছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিটে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আজ দুপুর ১২টা ৩৫ মিনিটে বিমানবন্দর থেকে সড়কপথে বিশেষ বাসে করে ৩০০ ফিটের উদ্দেশ্যে রওনা দেন তারেক রহমান। সড়কের দুপাশে উপস্থিত নেতাকর্মীরা হাত নেড়ে তাকে স্বাগত জানান। প্রায় তিন ঘণ্টা ১৫ মিনিটের যাত্রার পর বিকেলেই মঞ্চে পৌঁছান বিএনপি নেতা।
বিজ্ঞাপন
এর আগে, তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বৃহস্পতিবার সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানে ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।
তারেক রহমান ফেসবুকে এক স্ট্যাটাসে আবেগঘন বার্তায় লিখেছিলেন, দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে।
এরও আগে, বুধবার রাত সোয়া ১২টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তিনি। একইদিন রাত সোয়া ৮টায় লন্ডনের নিজ বাসা ত্যাগ করে রাত সোয়া ১০টায় হিথ্রো বিমানবন্দরে পৌঁছান।
বিজ্ঞাপন
সংবর্ধনা অনুষ্ঠানে তারেক রহমানের বক্তব্যে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, নিরাপদ বাংলাদেশ ও শান্তি প্রতিষ্ঠার ওপর গুরুত্ব আরোপ করা হয়। নেতাকর্মীরা উচ্ছ্বাসে মঞ্চের চারপাশে সমাগত ছিলেন।








