Logo

আই হ্যাভ এ প্ল্যান, তরুণ প্রজন্মকে আগামীর নেতৃত্ব দিতে হবে

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ ডিসেম্বর, ২০২৫, ১৬:৪৭
5Shares
আই হ্যাভ এ প্ল্যান, তরুণ প্রজন্মকে আগামীর নেতৃত্ব দিতে হবে
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ৩০০ ফিট সড়কের গণসংবর্ধনা মঞ্চে ভাষণ দেন এবং দেশের ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ভাই-বোনেরা, মার্টিন লুথার কিংয়ের ‘আই হ্যাভ অ্যা ড্রিম’ উক্তি আমাদের সকলের কাছে পরিচিত। আজ আমি বাংলাদেশে দাঁড়িয়ে বলতে চাই, দেশের মানুষের জন্য, দেশের উন্নয়নের জন্য আমার একটি পরিকল্পনা আছে—‘আই হ্যাভ এ প্ল্যান’। এটি দেশের মানুষের স্বার্থে, দেশের ভাগ্যের পরিবর্তনের জন্য।

তারেক রহমান যোগ করেন, যদি এই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে চাই, প্রিয় ভাই-বোনেরা, এই জনসমুদ্রে উপস্থিত সবাই এবং সারা দেশে গণতন্ত্রের পক্ষে যারা রয়েছেন, প্রত্যেকের সহযোগিতা আমাদের প্রয়োজন। আপনারা যদি পাশে থাকেন, আমরা ইনশাআল্লাহ এই পরিকল্পনা সফল করতে সক্ষম হব।

বিজ্ঞাপন

তিনি দেশের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর দরবারে দোয়া করার আহ্বান জানান। তিনি বলেন, হে রাব্বুল আলামিন, আমাদের দেশের মানুষ যদি কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশ গড়ে তুলতে পারে, তাহলে ইনশাআল্লাহ আমরা প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারব। আজ আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি, দেশ পরিচালনায় ন্যায়পরায়ণতার পথ অনুসরণ করব।

তারেক রহমান তরুণ প্রজন্মকে আগামী দিনের নেতৃত্ব গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, আমাদের তরুণরা আগামী দিনে দেশকে নেতৃত্ব দেবে এবং দেশের গণতান্ত্রিক ও অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করবে। আমাদের লক্ষ্য একটি নিরাপদ, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলা।

বিজ্ঞাপন

ভাষণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্চে থাকা জাতীয় নেতৃবৃন্দ ও মঞ্চের বাইরে থাকা অন্যান্য নেতাদের উপস্থিতি স্মরণ করিয়ে দিয়ে বলেন, আমাদের সকলের একতা ও সহযোগিতা থাকলে আমরা দেশকে জনগণের প্রত্যাশিত একটি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ রাষ্ট্রে রূপান্তর করতে পারব।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD