Logo

তারেক রহমানের ফেসবুক পোস্টে সুরা আলে ইমরানের আয়াত

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ ডিসেম্বর, ২০২৫, ১৬:৫৪
17Shares
তারেক রহমানের ফেসবুক পোস্টে সুরা আলে ইমরানের আয়াত
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ বছরের নির্বাসনের অবসান ঘটিয়ে অবশেষে স্বদেশের মাটিতে ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সপরিবারে এই প্রত্যাবর্তন রাজনীতি ও সামাজিক অঙ্গনে সৃষ্টি করেছে ব্যাপক আলোচনা ও আবেগঘন প্রতিক্রিয়া। তার সঙ্গে দেশে ফিরেছেন তার স্ত্রী জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টা ৫৪ মিনিটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করেন। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে পৌঁছালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্যরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সব আনুষ্ঠানিকতা সম্পন্ন শেষে লাল-সবুজ রঙে সাজানো একটি বুলেটপ্রুফ গাড়িতে করে তিনি পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনা মঞ্চের উদ্দেশে রওনা হন।

বিজ্ঞাপন

দেশে ফেরার প্রতিটি মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়। সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ধারাবাহিকভাবে সাতটি পোস্ট করেন তারেক রহমান। এসব পোস্টে দীর্ঘ প্রবাসজীবন শেষে মাতৃভূমিতে ফিরে আসার অনুভূতি, কৃতজ্ঞতা ও আবেগ প্রকাশ পায়।

পূর্বাচলের গণসংবর্ধনা মঞ্চে পৌঁছার আগমুহূর্তে বিকেল ৩টা ১৭ মিনিটে তার ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, তিনি জনতার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন। ভিডিওটির ক্যাপশনে তিনি পবিত্র কোরআনের সুরা আলে ইমরানের ২৬ নম্বর আয়াত উল্লেখ করেন।

সেখানে বলা হয়— ‘হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ্! আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন; যাকে ইচ্ছা আপনি সম্মানিত করেন আর যাকে ইচ্ছা আপনি হীন করেন। কল্যাণ আপনারই হাতে। নিশ্চয়ই আপনি সবকিছুর ওপর ক্ষমতাবান।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজটি বৃহস্পতিবার সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে তিনি নিজের ফেসবুক পেজে আবেগঘন একটি স্ট্যাটাসে লেখেন— ‘দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে!’

এরও আগে, বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে ফ্লাইটটি। একই দিন বাংলাদেশ সময় রাত সোয়া ৮টার দিকে লন্ডনের বাসা থেকে বের হয়ে স্ত্রী ও কন্যাসহ রাত সোয়া ১০টায় বিমানবন্দরে পৌঁছান তিনি।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD