Logo

মঞ্চে বিশেষ আসন সরিয়ে সাধারণ চেয়ারে বসলেন তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ ডিসেম্বর, ২০২৫, ১৬:৫৯
6Shares
মঞ্চে বিশেষ আসন সরিয়ে সাধারণ চেয়ারে বসলেন তারেক রহমান
ছবি: সংগৃহীত

রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনায় এক ব্যতিক্রমী দৃশ্যের অবতারণা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঞ্চে ওঠার পর নিজের জন্য নির্ধারিত বিশেষ চেয়ার সরিয়ে রেখে সাধারণ একটি চেয়ার টেনে এনে তাতে বসেন তিনি। বিষয়টি উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আলোচনার সৃষ্টি করে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল প্রায় ৩টা ৫০ মিনিটে তিনি সংবর্ধনা মঞ্চে ওঠেন। মঞ্চে ওঠার পর সামনে উপস্থিত লাখো মানুষের দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তারেক রহমান। এরপরই বিশেষ চেয়ারটি সরিয়ে সাধারণ চেয়ারে বসে কর্মসূচিতে অংশ নেন তিনি।

এর আগে বিমানবন্দর থেকে রাজধানীর ৩০০ ফিট এলাকায় সংবর্ধনাস্থলের উদ্দেশে রওনা দেন তারেক রহমান। পথে রাস্তার দুই পাশে অবস্থান নেয় বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী। ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও ফুল হাতে তারা তাকে স্বাগত জানান। ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা-স্বাগতম’ এবং ‘দেশনেতার আগমন, শুভেচ্ছা স্বাগতম’—এমন নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

বিজ্ঞাপন

লাখো মানুষের ভিড়ের মধ্য দিয়ে ধীরে ধীরে এগিয়ে যায় তারেক রহমানকে বহনকারী বিশেষ বাস। বাসের ভেতর থেকে তিনি বারবার হাত নেড়ে উপস্থিত নেতাকর্মীদের অভিবাদনের জবাব দেন। জুলাই এক্সপ্রেসওয়ে জুড়েও নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। পুরো পথজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করে।

দুপুর ১২টা ৩৫ মিনিটে তিনি বিমানবন্দর থেকে সড়কপথে যাত্রা শুরু করেন। প্রায় তিন ঘণ্টা ১৫ মিনিট পর সংবর্ধনা মঞ্চে পৌঁছান বিএনপির এই শীর্ষ নেতা।

বিজ্ঞাপন

উল্লেখ্য, তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজটি বৃহস্পতিবার সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর কিছুক্ষণ আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন বার্তায় তিনি লেখেন— ‘দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে!’

এরও আগে, বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে ফ্লাইটটি। একই দিন বাংলাদেশ সময় রাত সোয়া ৮টায় লন্ডনের বাসা থেকে বের হয়ে স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে রাত সোয়া ১০টায় হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD