খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা ও জাইমা রহমান

চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটে গুলশানের ১৯৬ নম্বর বাসভবন থেকে একটি গাড়িবহর নিয়ে তারা হাসপাতালের পথে যাত্রা শুরু করেন এবং বিকাল ৫টা ১২ মিনিটের দিকে পৌছান।
একই দিনে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য শেষ করে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন তারেক রহমান নিজেও।
বিজ্ঞাপন
গণসংবর্ধনা মঞ্চে বক্তব্যের শুরুতে তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, সৃষ্টিকর্তার অশেষ রহমতেই তিনি আবার দেশের মাটিতে ফিরে আসতে পেরেছেন।
এ সময় দেশবাসীর কাছে মায়ের জন্য দোয়া কামনা করে তারেক রহমান আবেগঘন কণ্ঠে বলেন, একজন সন্তান হিসেবে তার মন পড়ে আছে হাসপাতালে চিকিৎসাধীন মায়ের শয্যার পাশে। তিনি জানান, সংবর্ধনা শেষে সরাসরি মায়ের কাছে যাবেন এবং সবাই যেন তার সুস্থতার জন্য দোয়া করেন।
উল্লেখ্য, দীর্ঘ প্রবাসজীবন শেষে তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজটি বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর বেলা ১১টা ১২ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে বিমানটি।
বিজ্ঞাপন
তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে বহনকারী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিজি-২০২ ফ্লাইটটি এর আগে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। প্রায় ১৭ বছর পর পরিবারের সদস্যদের সঙ্গে তারেক রহমানের এই দেশে ফেরা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।








