Logo

‘তারেক রহমানের প্রত্যাবর্তন বহুদলীয় গণতন্ত্রের চর্চা সুসংহত করবে’

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ ডিসেম্বর, ২০২৫, ১৭:৪৬
8Shares
‘তারেক রহমানের প্রত্যাবর্তন বহুদলীয় গণতন্ত্রের চর্চা সুসংহত করবে’
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছরের নির্বাসনের পর দেশে ফিরে আসায় দেশের বহুদলীয় গণতন্ত্রের চর্চা আরও সুসংহত হবে বলে মনে করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তিনি ফেসবুকে একটি পোস্টে লিখেছেন, একজন বাংলাদেশি নাগরিক এবং রাজনৈতিক নেতার নিজ ভূমিতে ফিরে আসার অধিকার পুনরুদ্ধার হওয়া আমাদের গণতান্ত্রিক লড়াইয়ের ইতিবাচক প্রতিফলন।

তিনি আরও উল্লেখ করেছেন, রাজনৈতিক ভিন্নমতের কারণে তারেক রহমান এবং তার পরিবার দীর্ঘ সময় রাষ্ট্রীয় নির্যাতনের শিকার হয়ে নির্বাসনে থাকতে বাধ্য হন। হাজারো শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে যে গণ-অভ্যুত্থান সৃষ্টি হয়েছিল, তার ফলে এখন তাদের দেশে ফিরে আসার সুযোগ তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

নাহিদ ইসলাম বলেন, আমরা এমন একটি গণতান্ত্রিক বাংলাদেশ চাই, যেখানে ভবিষ্যতে কোনো রাজনৈতিক নেতাকে ভিন্নমতের কারণে রাষ্ট্রীয় দমন-পীড়নের মুখোমুখি হতে হবে না। বিগত দেড় দশকের বন্ধ রাজনৈতিক পরিবেশ ভেঙে আমরা আজ মুক্ত বাংলাদেশের পথে হাঁটছি। এই পথে প্রতিটি নাগরিকের আইনের শাসন ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করা আমাদের মূল লক্ষ্য।

তিনি আশাবাদ ব্যক্ত করে লিখেছেন, তারেক রহমানের প্রত্যাবর্তন দেশের বহুদলীয় গণতন্ত্রের চর্চা আরও শক্তিশালী করবে। নতুন রাজনৈতিক বাস্তবতায় সহাবস্থানের সংস্কৃতি এবং সুস্থ প্রতিযোগিতা গড়ে তোলা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

বিজ্ঞাপন

নাহিদ ইসলাম তার পোস্টে আরও উল্লেখ করেন, দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ বিনির্মাণে তারেক রহমানের অংশগ্রহণ কার্যকর ও ফলপ্রসূ হোক।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD