তারেক রহমানের পরিকল্পনার ওপর নজর রাখবে জামায়াত: ডা. শফিকুর

লন্ডনে দীর্ঘ প্রায় ১৭ বছর নির্বাসিত থাকার পর দেশে ফিরে রাজধানীর সংবর্ধনা মঞ্চে উৎসবমুখর পরিবেশে বরণ করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। তাঁর স্বদেশ প্রত্যাবর্তনকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বিজ্ঞাপন
দলটির আমির ডা. শফিকুর রহমান বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিবিসি বাংলাকে বলেন, একজন রাজনৈতিক সহকর্মী দীর্ঘ ১৭ বছর পর সরাসরি রাজনীতির মাঠে ফিরছেন। এটি আমাদের জন্য একটি ইতিবাচক ঘটনা। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ঐক্য ও পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে তারেক রহমানের ভূমিকা কেমন হবে, তা আমাদের নজরে থাকবে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারও বলেন, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন জাতীয় রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ। তবে তার অবস্থান ও প্রভাব দেশের রাজনৈতিক পরিসরে কীভাবে প্রতিফলিত হবে, তা মূলত তার কর্মকাণ্ডের ওপর নির্ভর করবে।
বিজ্ঞাপন
দীর্ঘ প্রতীক্ষার পর তারেক রহমান বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এরপর তিনি একটি বিশেষ বাসে করে সংবর্ধনা মঞ্চে পৌঁছান। সেখানে গণসংবর্ধনা মঞ্চে উঠেই তিনি নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন এবং দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন।
সংবর্ধনা অনুষ্ঠানে তারেক রহমান বলেন, আপনারা সবাই জানেন মার্টিন লুথার কিং-এর আই হ্যাভ এ ড্রিম। আমি বলি—আই হ্যাভ এ প্ল্যান। ফর দি পিপল অব মাই কান্ট্রি। দেশের মানুষের কল্যাণে এটি বাস্তবায়ন করতে চাই। তবে এটি সম্ভব হবে শুধু আপনারা পাশে থাকলে।
বিজ্ঞাপন
২০০৭ সালে ১/১১ তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হন তিনি। এক বছর কারাভোগের পর ২০০৮ সালে মুক্তি পান এবং চিকিৎসার জন্য লন্ডনে যান। এরপর থেকেই বিএনপির এই শীর্ষ নেতা বিদেশে অবস্থান করছিলেন। দেশে প্রবেশের পর তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে!’








