Logo

ঢাকায় মহাসমাবেশের ডাক ইসলামী আন্দোলনের

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ ডিসেম্বর, ২০২৫, ২২:০২
37Shares
ঢাকায় মহাসমাবেশের ডাক ইসলামী আন্দোলনের
ছবি: সংগৃহীত

শহীদ ওসমান হাদীর হত্যার সঙ্গে জড়িত প্রকৃত খুনিদের দ্রুত গ্রেফতার, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং গণভোটে জুলাই সনদের পক্ষে জনমত গড়ে তোলার লক্ষ্যে ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বিজ্ঞাপন

দলটি জানিয়েছে, আগামী ৯ জানুয়ারি শুক্রবার রাজধানীতে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নিয়মিত সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন দলটির আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই।

বিজ্ঞাপন

সভা সূত্রে জানা গেছে, শহীদ ওসমান হাদিসহ সাম্প্রতিক সময়ের বিভিন্ন হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। একই সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, অবৈধ অস্ত্রের বিস্তার এবং রাজনৈতিক অঙ্গনে সমান সুযোগের অভাব নিয়েও আলোচনা হয়। এসব বিষয় সামনে রেখে মহাসমাবেশের মাধ্যমে সরকারের ওপর চাপ সৃষ্টির সিদ্ধান্ত নেয় দলটি।

বৈঠকে ইসলামী আন্দোলনের আমীর পীর সাহেব চরমোনাই বলেন, ওসমান হাদী হত্যাকাণ্ডের ঘটনায় এখনো প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে না পারা প্রশাসনের ব্যর্থতার পরিচয়। তিনি অবিলম্বে খুনিদের গ্রেফতার এবং দেশে স্থিতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করার আহ্বান জানান।

বিজ্ঞাপন

ইসলামী আন্দোলন বাংলাদেশ জানায়, মহাসমাবেশ থেকে শহীদ ওসমান হাদী হত্যার বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার, নিরাপদ ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা এবং গণভোটে জুলাই সনদের পক্ষে জনমত গড়ে তোলার জোরালো দাবি জানানো হবে।

সভায় দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, সহকারী মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, কে এম আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিকসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

নেতারা আশা প্রকাশ করেন, এই মহাসমাবেশের মাধ্যমে দেশব্যাপী ন্যায়বিচার, নিরাপত্তা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে ব্যাপক জনসমর্থন তৈরি হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD