দেশবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান

দীর্ঘ ১৭ বছরের নির্বাসনের পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, তাকে স্বাগত জানানোর জন্য আসা দেশবাসীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
বিমানবন্দর থেকে ৩০০ ফিট মহাসড়কে অব্যাহত ঐতিহাসিক জনসমাগমে ঢাকাকে যেন জনসমুদ্রে পরিণত করা হয়।
এই অভ্যর্থনা অনুষ্ঠানে অংশগ্রহণকারী দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা মানুষ, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীদের প্রতি তারেক রহমান কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বিজ্ঞাপন
সদরিপুর্বক, দেশের মানুষের সঙ্গে সঙ্গে তিনি অভ্যর্থনা কার্যক্রমকে সুচারুভাবে সম্পন্ন করতে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। এছাড়া অনুষ্ঠানে দায়িত্ব পালন করা সকল গণমাধ্যমের সাংবাদিকদের প্রতি তারেক রহমান কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন শুধু দলের নেতাকর্মী নয়, সমগ্র দেশবাসীর জন্যই একটি উল্লেখযোগ্য রাজনৈতিক মুহূর্ত হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।








