Logo

সদরঘাটে বিএনপির নেতাকর্মীদের ঘরমুখী স্রোত

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ ডিসেম্বর, ২০২৫, ২১:০৭
5Shares
সদরঘাটে বিএনপির নেতাকর্মীদের ঘরমুখী স্রোত
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করার আনন্দে দেশজুড়ে দলটির নেতাকর্মীরা ঢাকায় সমবেত হয়েছিলেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর ৩০০ ফিট সংলগ্ন গণসংবর্ধনা অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বিশেষ করে দক্ষিণবঙ্গের তৃণমূলের হাজার হাজার নেতাকর্মী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠান শেষ হওয়ার পর সন্ধ্যার দিকে ঘরে ফেরার জন্য সদরঘাট লঞ্চ টার্মিনালে নেতাকর্মীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বরিশাল, ভোলা, পটুয়াখালী ও বরগুনা থেকে আগত লঞ্চগুলোতে সকাল থেকে মানুষের চাপ ছিল চোখে পড়ার মতো। দিনের সব কর্মসূচি শেষে নেতাকর্মীরা ক্লান্ত শরীরে হলেও শান্ত মনে নিজ নিজ গন্তব্যের পথে রওনা হন।

বিজ্ঞাপন

সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা যায়, ব্যানার ও দলীয় প্রতীকের টি-শার্ট পরে নেতাকর্মীরা ছোট ছোট দলে ভাগ হয়ে লঞ্চে উঠছেন।

বরিশালের ব্যবসায়ী রিয়াজ বলেন, আজকের দিনটি জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত। নেতাকে দেখতে পেয়েছি, দীর্ঘ ১৭ বছরের অপেক্ষা শেষ।

সদরঘাট ও কোতোয়ালি থানা এলাকার নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয়েছে। মোড়ে মোড়ে মোতায়েন থাকা পুলিশ সদস্যরা যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছেন। স্বেচ্ছাসেবক হিসেবে বিভিন্ন স্তরের নেতারা ক্লান্ত নেতাকর্মীদের পানি, খাবার এবং প্রাথমিক চিকিৎসা সেবা দিচ্ছেন।

বিজ্ঞাপন

দক্ষিণবঙ্গের তৃণমূলের নেতাকর্মীদের জন্য আগত নেতারা পথনির্দেশনা দিচ্ছেন এবং লঞ্চে ওঠার প্রক্রিয়া সুশৃঙ্খল রাখার চেষ্টা করছেন।

বিএনপির নেতা ইশরাক হোসেন বলেন, দীর্ঘ ১৭ বছর তারা নেতার ফেরার অপেক্ষায় ছিলেন। আজ সেই দীর্ঘ প্রতীক্ষার সমাপ্তি। দক্ষিণবঙ্গের মানুষ আজ এক বুক স্মৃতি নিয়ে ঘরে ফিরবেন।

বিজ্ঞাপন

সদরঘাট লঞ্চ টার্মিনালে সন্ধ্যার পর ভিড় কিছুটা কমলেও অনেক নেতাকর্মী আগামী দু-একদিন ঢাকায় থেকে দলের পরবর্তী কর্মসূচিতে অংশ নেবেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD