Logo

তারেক রহমানের হাত ধরে গণতান্ত্রিক অভিযাত্রা এগোবে: ফখরুল

profile picture
জনবাণী ডেস্ক
২৬ ডিসেম্বর, ২০২৫, ১৫:৩০
8Shares
তারেক রহমানের হাত ধরে গণতান্ত্রিক অভিযাত্রা এগোবে: ফখরুল
ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ গণতান্ত্রিক অভিযাত্রায় এগোবে। তার রাজকীয় প্রত্যাবর্তন গতকাল এ বার্তা বহন করেছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে শেরেবাংলা নগরের বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে। ২০০৬ সালের পর দীর্ঘদিনের প্রতীক্ষার পর সম্ভাবনাময় নেতা তারেক রহমান দেশে ফিরে এসেছেন। তার আগমন রাজকীয় অভ্যর্থনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে এবং সমগ্র দেশ তাকে সংবর্ধনা জানিয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন রাজকীয় প্রত্যাবর্তন এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ খুব কম নেতার ভাগ্যে জোটে। সাধারণ মানুষের মধ্যে নতুন আশা সৃষ্টি হয়েছে, যা দেশের রাজনৈতিক আকাশে সুবাতাস বইতে শুরু করেছে।

এদিন সকাল থেকেই মাজার প্রাঙ্গণ নেতা-কর্মীদের উপস্থিতিতে মুখরিত ছিল। বিএনপির নেতা-কর্মীরা মনে করছেন, তারেক রহমানের আগমনে নির্বাচনী জটিলতা ও দেশের সব রাজনৈতিক ধোঁয়াশা দূর হয়ে গেছে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD