যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

শহিদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড়ে তীব্র আন্দোলনে নেমেছে ইনকিলাব মঞ্চ। সরকারের পক্ষ থেকে এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ না আসায় ক্ষোভ ও প্রতিবাদ আরও জোরালো হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
বিজ্ঞাপন
শনিবার (২৭ ডিসেম্বর) শাহবাগে চলমান অবস্থান কর্মসূচি থেকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের কঠোর ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, হাদি হত্যার বিচার নিশ্চিত না করে কাউকেই নিরাপদ প্রস্থান করতে দেওয়া হবে না। পরিস্থিতির প্রয়োজনে যেকোনো সময় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও জাতীয় সংসদ ভবন ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে।
বিক্ষোভস্থলে উপস্থিত ছাত্র-জনতা হাদি হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডের নেপথ্যের পরিকল্পনাকারীদের শনাক্ত করার দাবিতে একের পর এক স্লোগান দেন।
বিজ্ঞাপন
ইনকিলাব মঞ্চের নেতারা স্পষ্ট করে বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। আন্দোলনকারীদের অভিযোগ, বিচার প্রক্রিয়ায় সরকারের গড়িমসি শহিদদের রক্তের প্রতি অবমাননার শামিল।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে আব্দুল্লাহ আল জাবের সরকারের উপদেষ্টাদের কড়া সমালোচনা করে বলেন, যারা মনে করছেন কিছুদিন ক্ষমতায় থেকে বিদেশে চলে যাবেন, তাদের সে ভাবনা বাস্তবায়িত হবে না। শহিদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে এই দেশেই জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, প্রায় এক হাজার চারশ শহিদের আত্মত্যাগের বিনিময়ে বর্তমান প্রশাসন দায়িত্বে এলেও এখন পর্যন্ত খুনিদের বিচার নিশ্চিত করতে পারেনি। জনগণের ম্যান্ডেটের কথা বললেও এই ব্যর্থতা সরকারের জন্য চরম লজ্জার।
উপদেষ্টাদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে আব্দুল্লাহ আল জাবের বলেন, হাদি হত্যার বিচার প্রক্রিয়ায় কারা বাধা সৃষ্টি করছে তা প্রকাশ করতে হবে।
তিনি দাবি করেন, হত্যার সঙ্গে জড়িতদের নাম সামনে আনা হলে আন্দোলনকারীরা পাহারা দিতেও প্রস্তুত। তবে বিচার না হলে এর দায় সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।








