বিএনপিতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের রাশেদ খান, পেলেন মনোনয়ন

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান শনিবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বিএনপিতে প্রবেশ করেন।
বিজ্ঞাপন
এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের হাতে ফুলের তোড়া দিয়ে তিনি দলীয় যোগদান নিশ্চিত করেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, রাশেদ খান ঝিনাইদহ-৪ আসনে (কালীগঞ্জ ও ঝিনাইদহ সদরের চারটি ইউনিয়ন) ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য দল থেকে মনোনয়ন পেয়েছেন। তিনি সকল নেতাকর্মীর প্রতি আহ্বান জানান, রাশেদ খানের সঙ্গে মিলিত হয়ে নির্বাচন ব্যবস্থায় সর্বশক্তি দিয়ে কাজ করার জন্য।
বিজ্ঞাপন
রাশেদ খান বিএনপিতে যোগ দেওয়ার আগে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের কাছে সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে দীর্ঘ সময় রাজপথে সহযোদ্ধা হিসেবে কাজ করেছি। যেকোনো সময়ে আমার আচরণ বা বক্তব্যে যদি কারো কষ্ট হয়ে থাকে, আমি সবার নিকট ক্ষমা প্রার্থনা করছি। ব্যক্তিগত কারণে দলের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করছি, তবে সম্পর্ক সবসময় মধুর ও ভ্রাতৃত্বের বন্ধনে অটুট থাকবে।








