Logo

ছোট ভাই কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ ডিসেম্বর, ২০২৫, ১৪:৩৫
6Shares
ছোট ভাই কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক প্রয়াত আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন তারেক রহমান।

বিজ্ঞাপন

আজ (২৭ ডিসেম্বর) দুপুর ২টার দিকে রাজধানীর বনানী কবরস্থানে কোকোর কবর পরিদর্শন করেন তিনি।

এই সময় তারেক রহমান প্রিয় ছোট ভাইয়ের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং কোকোর কবর জিয়ারত করেন। জিয়ারতের সময় মরহুমের জন্য ফাতেহা পাঠ ও দোয়া-মোনাজাত সম্পন্ন করেন তিনি।

বিজ্ঞাপন

এসময় কোকোর প্রতি শ্রদ্ধা জানাতে তার সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতাদেরও উপস্থিতি ছিল।

২০১৫ সালের ২৪ জানুয়ারি আরাফাত রহমান কোকো মৃত্যুবরণ করেন। তখন তারেক রহমান নির্বাসনের কারণে যুক্তরাজ্যে ছিলেন এবং ভাইয়ের শেষকার্যে অংশগ্রহণ করতে পারেননি।

বিজ্ঞাপন

আরাফাত রহমান কোকো ঢাকায় ১৯৬৯ সালে জন্মগ্রহণ করেন। তিনি ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD