Logo

শাহবাগ মোড়ে আবারও অবস্থান ইনকিলাব মঞ্চের

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ ডিসেম্বর, ২০২৫, ১৩:৩৬
4Shares
শাহবাগ মোড়ে আবারও অবস্থান ইনকিলাব মঞ্চের
ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগ মোড়ে আবারও অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। তারা শহীদ মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবি জানিয়ে মোড় অবরোধ করেছে।

বিজ্ঞাপন

শনিবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীসহ ছাত্র জনতা শহীদ হাদি চত্বরে এসে অবস্থান নেন। এর আগে শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান করেছিলেন তারা।

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ঘোষণা দিয়েছেন, শহীদ হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলবে। এ ধারাবাহিকতায় তারা শাহবাগ চত্বরের রাত্রিযাপনও করেছেন।

বিজ্ঞাপন

তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের কারণে শাহবাগ মোড়ে অবস্থানরত ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা কিছু সময়ের জন্য ডানদিকে সরে গিয়ে আজিজ সুপারমার্কেটের সামনে অবস্থান নেন। এরপর দুপুর সাড়ে ১২টায় তারা পুনরায় শহীদ হাদি চত্বরে অবস্থান নেন এবং নানা স্লোগান দিয়ে হত্যার বিচারের দাবি জানান।

অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থী, সাধারণ জনতা ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা অংশগ্রহণ করছেন। তারা শহীদ হাদির প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি বিচার প্রক্রিয়ার দ্রুত বাস্তবায়নের জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি চাপ সৃষ্টি করতে এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

বিজ্ঞাপন

শাহবাগ মোড়ে চলমান এই অবস্থান কর্মসূচি রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় ও এলাকা জুড়ে জনজীবনে সরাসরি প্রভাব ফেলতে পারে বলে নিরাপত্তা ও প্রশাসনিক সূত্রগুলো জানিয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD