তারেক রহমানের সঙ্গে ভোটার হচ্ছেন কন্যা জাইমা রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানও আজ (২৭ ডিসেম্বর) ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করবেন। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার প্রক্রিয়া তার বাবার সঙ্গে একযোগে অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
এসংক্রান্ত তথ্য নিশ্চিত করেছেন এনআইডি মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর। তিনি গণমাধ্যমকে বলেন, তারেক রহমানের সঙ্গে তার মেয়ে জাইমা রহমানও আজ ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করবেন। এই প্রক্রিয়ার পর ২৪ ঘণ্টার মধ্যে তারা এনআইডি হাতে পাবেন।
দুপুর সাড়ে ১২টার দিকে জাইমা রহমানকে নিয়ে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে উপস্থিত ছিলেন তার মা, ডা. জুবাইদা রহমান।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ডা. জুবাইদা রহমান গত ২৩ জুন জাতীয় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড)ও গ্রহণ করেছেন।
এর আগে, দীর্ঘ ১৭ বছরের নির্বাসনের পর ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন তারেক রহমান। স্বদেশ প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গেই তিনি ভোটার নিবন্ধনের জন্য প্রক্রিয়া শুরু করেছেন।
বিজ্ঞাপন
এনআইডি ও ভোটার নিবন্ধন কার্যক্রমের মাধ্যমে তারেক রহমান ও জাইমা রহমান ঢাকা-১৭ আসনের গুলশান এলাকায় ভোটারের অধিকার নিশ্চিত করবেন। ভোটার হিসেবে নিবন্ধনের এই কার্যক্রম রাজনৈতিক ও নাগরিক গুরুত্ব বহন করছে, কারণ এটি দীর্ঘদিনের নির্বাসনের পর দেশে ফেরার পর নাগরিক অধিকার বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।








