Logo

২৪ ঘণ্টার মধ্যেই এনআইডি পাবেন তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ ডিসেম্বর, ২০২৫, ১৩:০৩
8Shares
২৪ ঘণ্টার মধ্যেই এনআইডি পাবেন তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান । ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হওয়ার জন্য আবেদন করার পর সর্বনিম্ন ৭ থেকে সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যেই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হাতে পাবেন।

বিজ্ঞাপন

এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক হুমায়ুন কবির।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আগারগাঁও নির্বাচনি প্রশিক্ষণ ইন্সটিটিউটের নিচতলায় ছবি ও আঙ্গুলের ছাপ গ্রহণ কার্যক্রম পরিদর্শন করার সময় তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

হুমায়ুন কবির বলেন, ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পর থেকে সর্বনিম্ন ৭ ঘণ্টা থেকে সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে এনআইডি জেনারেট হবে। তবে ঠিক কত ঘণ্টা লাগবে, সেটা আগেভাগে বলা সম্ভব নয়। এটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যারের মাধ্যমে হয়। কেউ দ্রুত পেতে পারে, আবার কারো ক্ষেত্রে সময় একটু বেশি লাগতে পারে।

তিনি আরও জানান, ভোটার নিবন্ধন প্রক্রিয়ার জন্য নির্বাচন কমিশন সব প্রস্তুতি সম্পন্ন করেছে। নির্বাচনী প্রক্রিয়ার জন্য নির্ধারিত রুম এবং বায়োমেট্রিক গ্রহণের সকল ব্যবস্থা ইতিমধ্যেই তৈরি রয়েছে।

এর আগে, তারেক রহমান ও তার কন্যা জায়মা রহমান অনলাইনে ভোটার হওয়ার আবেদন ফরম পূরণ করেছেন। তারা ঢাকা-১৭ আসনের গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ডে ভোটার হিসেবে নিবন্ধিত হবেন।

বিজ্ঞাপন

জাতীয় নির্বাচনের প্রস্তুতির প্রেক্ষিতে, ১১ ডিসেম্বর তফসিল ঘোষণা করা হয়। এরপর ২২ ডিসেম্বর সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল।

দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, দেশে ফেরার পর ২৭ ডিসেম্বর তারেক রহমান ভোটার ও এনআইডি সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করবেন।

বিজ্ঞাপন

বৈঠক ও প্রস্তুতির মধ্য দিয়ে নির্বাচনী প্রক্রিয়া বাস্তবায়নের দিকে সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর প্রস্তুতিও যাচাই করা হয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে বায়োমেট্রিক প্রক্রিয়া শেষে তারেক রহমানের এনআইডি জেনারেট হবে এবং তিনি গুলশান এলাকায় ভোটার হিসেবে নিবন্ধিত হবেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD