Logo

তারেক রহমানের বক্তব্য নিয়ে বিভ্রান্তিকর সংবাদ ভারতের মিডিয়ায়

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ ডিসেম্বর, ২০২৫, ১২:৪২
11Shares
তারেক রহমানের বক্তব্য নিয়ে বিভ্রান্তিকর সংবাদ ভারতের মিডিয়ায়
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান । ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যকে ঘিরে ভারতীয় একটি গণমাধ্যম বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে। বিষয়টি শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এবং মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বিজ্ঞাপন

গত শুক্রবার (২৬ ডিসেম্বর) বাংলাফ্যাক্ট জানিয়েছে, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার পর তারেক রহমানকে স্বাগত জানান রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত ঐতিহাসিক সংবর্ধনা অনুষ্ঠানে।

সংবর্ধনা অনুষ্ঠানে তিনি দেশের ভবিষ্যৎ উন্নয়নের জন্য নিজের একটি পরিকল্পনার কথা তুলে ধরেন এবং তা বাস্তবায়নে দেশের সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। যদিও পরিকল্পনার বিস্তারিত দিক প্রকাশিত হয়নি।

বিজ্ঞাপন

ভাষণের শুরুতে তিনি ৬২ বছর আগে আমেরিকার বর্ণবৈষম্য বিরোধী আন্দোলনের নেতা মার্টিন লুথার কিংয়ের বিখ্যাত ‘আই হ্যাভ অ্যা ড্রিম’ (I have a dream) ভাষণকে স্মরণ করেন। সেই ভাষণের অনুকরণে তিনি বলেন, “আই হ্যাভ অ্যা প্ল্যান”।

তিনি আরও বলেন, প্রিয় ভাই-বোনেরা, আমরা দেশের শান্তি চাই। আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আমি বলতে চাই, আই হ্যাভ আ প্ল্যান, ফর দ্য পিপল অব মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি। আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে।

কিন্তু ভারতের এবিপি আনন্দ (ABP Ananda) সংবাদমাধ্যমটি তারেক রহমানের এই বক্তব্যকে সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপন করে শিরোনাম দিয়েছে, “‘I have a plan..’, বাংলাদেশে ফিরেই বিস্ফোরক খালেদা পুত্র, ভারতকে নিয়ে পরিকল্পনা ?”। বাস্তবে তারেক রহমানের ভাষণে ভারতের কোনো উল্লেখই হয়নি।

বিজ্ঞাপন

বিস্তারিত পর্যালোচনায় দেখা গেছে, শিরোনামে ভারত সংক্রান্ত কোনো তথ্য অপ্রাসঙ্গিকভাবে যোগ করা হয়েছে এবং পুরো প্রতিবেদনে সেই প্রসঙ্গে কোনো ব্যাখ্যাও দেওয়া হয়নি। বাংলাফ্যাক্টের পক্ষ থেকে এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণার বিরুদ্ধে সতর্কবার্তা দেওয়া হয়েছে।

সংক্ষেপে বলা যায়, তারেক রহমানের বক্তব্য কেবল বাংলাদেশের মানুষের কল্যাণ ও দেশের শান্তি ও উন্নয়ন কেন্দ্রিক ছিল, কিন্তু ভারতের সংবাদমাধ্যমের অপ্রাসঙ্গিক উপস্থাপনায় তা ভুলভাবে প্রচারিত হয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD