Logo

আগারগাঁওয়ের নির্বাচন অফিসের পথে তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ ডিসেম্বর, ২০২৫, ১২:৩০
9Shares
আগারগাঁওয়ের নির্বাচন অফিসের পথে তারেক রহমান
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের পর ভোটার হিসেবে নিবন্ধনের জন্য আগারগাঁওয়ের নির্বাচন অফিসের পথে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কবর জিয়ারতের আগে তিনি ফুল দিয়ে শহীদ হাদির প্রতি শ্রদ্ধা জানান।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশন ভবনে তারেক রহমানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হবে। এতে তার ফিঙ্গারপ্রিন্ট, আইরিশ স্ক্যান ও বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হবে। এই প্রক্রিয়ার আগে অনলাইনে ভোটার হওয়ার আবেদন ফর্ম পূরণ করেছেন তারেক রহমান ও তার কন্যা জায়মা রহমান।

নির্বাচন কমিশনের সূত্রে জানা গেছে, বায়োমেট্রিক তথ্য সংগ্রহের ৭ থেকে ২৪ ঘণ্টার মধ্যে তারেক রহমান জাতীয় পরিচয়পত্র হাতে পাবেন। সবকিছু সঠিকভাবে সম্পন্ন হলে, তিনি ঢাকা-১৭ আসনের ভোটার হিসেবে নিবন্ধিত হবেন। এ আসনটি ঢাকার গুলশান এলাকার অন্তর্গত।

বিজ্ঞাপন

এনআইডি প্রক্রিয়ার পর তারেক রহমানের পরবর্তী কর্মসূচি হলো মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে যাওয়া, যিনি বর্তমানে এভায়র কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

বিএনপির সূত্র জানিয়েছে, তারেক রহমানের এই ভোটার নিবন্ধন কর্মসূচি রাজনৈতিক ও নাগরিক গুরুত্ব বহন করছে। এটি দীর্ঘ নির্বাসনের পর দেশে ফেরার পর তার সাধারণ নাগরিক অধিকার বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD